দ্বিতীয় বারের জন্য সাতপাকে বাঁধা পড়লেন টেলি অভিনেত্রী দলজিৎ কৌর
প্রেম নাকি জীবনে একবারই আসে! ভালবাসার এই কেতাবি সংজ্ঞা ফুৎকারে উড়িয়ে দিলেন টেলি অভিনেত্রী দলজিৎ কৌর (Dalljiet Kaur)। দুর্বিসহ অতীত ভুলে নতুন জীবনে পা রাখলেন তিনি। দ্বিতীয় বারের জন্য বাঁধা পড়লেন সাতপাকে। তা-ও আবার ছেলে এবং সৎ মেয়েকে সাক্ষী রেখে (Celebrity Wedding)। নিজেদের সন্তানকে সঙ্গে নিয়েই নতুন জীবনে পা রাখলেন। প্রবাসী ভারতীয় নিখিল পটেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দলজিৎ। নিখিলেরও এই নিয়ে দ্বিতীয় বিয়ে, দুই কন্যাও রয়েছে। নিখিল এবং দলজিৎ, নিজেদের সন্তানকে সঙ্গে নিয়েই নতুন জীবনে পা রাখলেন। এমনকি দলজিতের ছেলে জেডনের সঙ্গে রং মিলিয়ে পোশাক পরেও দেখা গেল তাঁকে।
হিন্দি ছবির দর্শকের পছন্দের শীর্ষে 'তু ঝুঠি ম্যায় মক্কার'
এই শুক্রবার একগুচ্ছ ছবি মুক্তি পেয়েছে। তবে এখনও হিন্দি ছবির দর্শকের (Hindi Movie Audience) পছন্দের তালিকার শীর্ষে রয়েছে রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor) 'তু ঝুঠি ম্যায় মক্কার' (Tu Jhoothi Main Makkar)। দ্বিতীয় সপ্তাহেও তাই ভালই ব্যবসা করল এই ছবি। এদিন মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) ও অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharyya) 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway)। ছবির বিষয় অনুযায়ী প্রথম দিনে ঠিকঠাক ব্যবসাই করেছে এই ছবি। অন্যদিকে মুক্তি পেয়েছে কপিল শর্মার (Kapil Sharma) 'জ্যুইগাটো' (Zwigato)। তবে কোনও তারকা না থাকায় এই ছবির বিশেষ আয় হবে কি না সেটাও উঠছে প্রশ্ন। তবে সবচেয়ে হতাশাজনক ব্যবসা করেছে 'কবজা' (Kabzaa)।
শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যে নতুন পালক 'নাদ
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে (Indian classical music) বিরল যুগলবন্দির সুরের মূর্ছনায় ভাসতে চলেছে শহর কলকাতা। সৌজন্যে 'নাদ' (Naad)। শাস্ত্রীয় সঙ্গীতের আসর কলকাতায় (Kolkata) নতুন নয়। কিন্তু 'নাদ' এমন এক অভিনব উচ্চমানের মনোজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীতের আসর, যেখানে শ্রোতারা বিরল যুগলবন্দির সুর-তাল-ছন্দে নিজেদের জারিয়ে নিতে পারেন। এবারেও তার অন্যথা হচ্ছে না। 'নাদ'-এর বয়স মোটে দুই। কিন্তু এই দুই বছরেই কলকাতার মন জয় করে নিয়েছে এই অনুষ্ঠান। এই বছর ২৪ থেকে ২৬ মার্চ, এই তিনদিন ধরে জি ডি বিড়লা সভাঘরে (G D Birla Sabhaghar) বসবে 'নাদ'-এর আসর। শাস্ত্রীয় সঙ্গীতের তাবড় তাবড় শিল্পীরাই এবারে অনুষ্ঠান করবেন। যুগলবন্দিতেও থাকছে চমক। কেমন হবে সেই চমকের জেল্লা? কারা কারা উপস্থিত থাকবেন?
অস্কার জিতে হায়দরাবাদে ফিরলেন রাম চরণ
অস্কার জেতার পর এবার হায়দরাবাদ ফিরলেন অভিনেতা রাম চরণ। ফুল, মালায় সাদরে অভিবাদন জানালেন ভক্তকূল। ছবি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
অস্কার জয়ের রেশ কি এত সহজে কাটে? 'আর আর আর' ছবির 'নাটু নাটু' গান পেয়েছে অস্কার। সেই অনুষ্ঠান সেরে এবার ভারতে ফিরেছেন অভিনেতা রাম চরণ। আজ পৌঁছলেন নিজের শহর হায়দরাবাদে। অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। ঘরের ছেলে যে ঘরে ফিরছে। শনিবার ভোর ১টা নাগাদ প্রায় বেগমপট বিমানবন্দরে পৌঁছন রাম চরণ। উষ্ণ অভ্যর্থনায় পৌঁছন বাড়ি। শুক্রবারই দিল্লিতে পৌঁছেছেন তিনি। তবে অত গভীর রাতেও অনুরাগীদের এমন কাণ্ডে অভিভূত অভিনেতা।
একপর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায় ও মনু মুখোপাধ্যায়
প্রকাশ পেল মণীশ ঘোষ (Manish Ghosh) পরিচালিত, বজরং আগরওয়াল (Bajrang Agarwal) ও রবিউল শেখ প্রযোজিত, 'চ্যানেল বি এন্টারটেইনমেন্ট' (Channel B Entertainment) নিবেদিত ছবি 'শুধু যাওয়া আসা' (Shudhu Jaaoya Asa) ছবির ট্রেলার (Trailer) ও গানের ভিডিও। ছবিতে অভিনয় করতে দেখা যাবে প্রয়াত দুই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও মনু মুখোপাধ্যায়কে (Manu Mukherjee)। মুক্তি পেল 'শুধু যাওয়া আসা' ছবির ট্রেলার ও গানের ভিডিও। এই ছবির শুভ মুক্তি আগামী ২৪ মার্চ। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী সহ আরোও অনেকেই।