নয়াদিল্লি: মুক্তি পেল পাঞ্জাবের প্রয়াত সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার (Punjabi singer Sidhu Moose Wala ) নতুন গান। র‍্যাপার ডিভাইনের (rapper Divine) সঙ্গে তৈরি 'চোরনি' (Chorni) গান এল প্রকাশ্যে। এই গানে রয়েছে সিধু মুসেওয়ালার গান ও ডিভাইনের র‍্যাপ। ৭ জুলাই ডিভাইনের ইউটিউব চ্যানেলে এই গান মুক্তি পায়। 


মুক্তি পেল সিধু মুসেওয়ালার নতুন গান 'চোরনি'


২০২১ সালে সিধু মুসেওয়ালার অ্যালবাম 'মুসেটেপ' মুক্তি পায় যার মধ্যে 'মুসেড্রিলা' গানে ডিভাইনের সঙ্গে প্রথম জুটি বাঁধেন তিনি। 'চোরনি' গানে দ্বিতীয়বার জোট বাঁধেন তাঁরা। সিধু মুসেওয়ালার মৃত্যুর পর এই গান মুক্তি পেল। গানে সিধুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ডিভাইন তাঁর র‍্যাপের মাধ্যমে। সেখানেই তিনি জানিয়েছেন যে আসল হিপহপ তিনি শিখেছেন টুপাক, নিপসে হাসল ও সিধুর থেকে। 


 






 



গতকাল রাতে মুক্তি পায় এই গান। অনুরাগীরা কমেন্ট বক্স ভরিয়ে ফেলেন 'আরআইপি সিধু মুসেওয়ালা' ও 'কিংবদন্তিদের কখনও মৃত্যু হয় না', এই ধরনের মন্তব্যে। প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অনুরাগীরা। অপর এক অনুরাগী লেখেন, 'সবসময় আমাদের হৃদয়ে বেঁচে আছেন', একজন লেখেন, 'সিধু মুসেওয়ালা মিউজিক ইন্ডাস্ট্রির বাবা'। 


আরও পড়ুন: Dental Health Alzheimer's disease: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?


প্রসঙ্গত, গত বছরের ২৯ মে রবিবার, প্রকাশ্যে নিজেরই গ্রামে গুলি করে খুন করা হয় সিধু মুসেওয়ালাকে। ২৮ বছর বয়সী এই গায়কের বাগদান হয়ে গিয়েছিল। পাত্রী সঙ্গরুর জেলার সঙ্ঘরেরি গ্রামের। এর ঠিক পরের মাসেই বিয়ে হওয়ার কথা ছিল। চারহাত এক করে, সুখে সংসারের স্বপ্ন অধরাই রয়ে গেল। পরিবার সূত্রে খবর মেলে, ২০২২ সালের এপ্রিল মাসেই বাগদত্তা আমনদীপ কৌরের (Amandeep Kaur) সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সিধুর। কিন্তু মার্চে পঞ্জাব বিধানসভা ভোটে সিধু লড়বেন বলে বিয়ে পিছিয়ে দেওয়া হয়। মানসা থেকে কংগ্রেসের হয়ে লড়েন সিধু কিন্তু আম আদমি পার্টির বিজয় সিংলার কাছে পরাজিত হন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial