কলকাতা: মোবাইলের রিল স্ক্রোল করতে করতে তাঁর ভিডিও এলেই মুখে হাসি ফুটে ওঠে। ইতিমধ্যেই তিনি বিভিন্ন স্বাদের কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ। আর এবার তিনি পা রাখছেন ওটিটির পর্দায়। 'হইচই' (Hoichoi) -এর আগামী ওয়েব সিরিজ বীরঙ্গনা (Birangana) -তে অভিনয় করতে দেখা যাবে লাফটারসেন (Laughtersane) ওরফে নিরঞ্জন মণ্ডল (Niranjan Mondal)-কে। নিরঞ্জন ইতিমধ্যেই সমাজ মাধ্যমে বেশ পরিচিত মুখ। নতুন থ্রিলারে নতুন ভূমিকায় তাঁকে দেখবেন দর্শক। এছাড়াও এই সিরিজের মুখ্যভূমিকায় থাকছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। ইন্সপেক্টর চিত্রা বসুর ভূমিকায় দেখা যাবে তাঁকে।
নির্ঝর মিত্রের পরিচালিত নতুন এই ওয়েব সিরিজের ঘোষণা করা হয়েছিল আগেই। সেই সময়েই জানা গিয়েছিল, এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে সন্দীপ্তাকে। একজন পুলিশের বেশে তাঁর লুকের ছবি ও প্রথমবার প্রকাশ্যে এসেছিল। তবে সেই সময়ে এই সিরিজ নিয়ে বিশেষ কিছুই জানা যায়নি। এবার এই সিরিজের অন্যতম বড় চমক হতে চলেছেন নিরঞ্জন। আগামী ২৫ জুলাই থেকে 'হইচই'-এর পর্দায় দেখা যাবে এই ওয়েব সিরিজ। নিরঞ্জনের চরিত্রের নাম চিরায়ু তালুকদার।
সন্দীপ্তাকে আগে এইরকম চরিত্রে আগে দেখেননি দর্শক। তাঁর চরিত্রের অনেকগুলি স্তর দেখানো হবে এই সিরিজে। এই সিরিজে দেখা হয়েছে, চিত্রার মা নেই। একা বাবার কাছে বড় হয়েছে সে। সেই কারণেই চিত্রা ভীষণ সাহসী আর যে কোনও পরিস্থিতিতেই সে একা লড়াই করে নিতে পারে। এই চরিত্র নিয়ে সন্দীপ্তা বলছেন, 'বীরাঙ্গনায় চিত্রার চরিত্রে অভিনয় করতে গিয়ে আমায় অনেকটা বদল আনতে হয়েছে। একজন মহিলা পুলিশ অফিসার হিসেবে আমায় প্রথমবার দেখবেন দর্শক। আমায় বহুবার নো মেকআপ লুকে অর্থাৎ কোনও রূপটান ছাড়াই দেখানো হয়েছে। একাধিক অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে হয়েছে আর ওই পুলিশের পোশাকটা পরে অভিনয় করতে হয়েছে অধিকাংশ সময়টাই। শারীরিক এমন মানসিকভাবে এই চরিত্রটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল। নির্ঝর মিত্রকে অনেক ধন্যবাদ আমায় এরকম একটা চরিত্রে সুযোগ করে দেওয়ার জন্য। এবার আমি অধির আগ্রহে অপেক্ষা করছি দর্শকদের চিত্রাকে কেমন লাগল, সেটা জানার জন্য।'
নিজের চরিত্র নিয়ে নিরঞ্জন বলছেন, 'আমার কাছে যেন এখনও সবটা অবিশ্বাস্য লাগছে। ভীষণভাবে উচ্ছ্বসিত, তবে একটু ভয় ও করছে। 'হইচই' যে শুধু আমায় একটা প্ল্যাটফর্ম দিয়েছে এমনটা নয়, নির্ঝরদা এই চরিত্রটার জন্য আমায় বিশ্বাস করেছেন। এই চরিত্রটা খুব গভীর, আবেগপ্রবণ আর মানুষ আমায় যেভাবে চেনেন তার থেকে একেবারে আলাদা। এই অভিনয়টা একেবারে আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে করা। কিন্তু নির্ঝরদা আমার ওপর যে বিশ্বাসটা রেখেছেন, সেটা অনেক বড়। 'বীরাঙ্গনা' আমার কাছে অনেক বড় একটা সুযোগ। এখানে থেকে আমি শিখছি, বাড়ছি।'