কলকাতা: নতুন ছবি 'মেট্রো ইন দিনো' (Metro In Dino)-র প্রচারে শহরে সারা আলি খান (Sara Ali Khan) ও আদিত্য রায় কপূর (Aditya Roy Kapur)। আগামীকাল শহরে একটি অনুষ্ঠান রয়েছে তাঁদের। তবে তার আগেরদিন, শহরে এসেই সারা আর কার্তিক অতিথি হলেন মহারাজের! অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। এদিন শহরে এসে বিকেলে ইডেন গার্ডেন্সে যান সারা ও আদিত্য। ঘুরে দেখেন মাঠ। রাতে তাঁরা বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির অতিথি। 

Continues below advertisement

এদিন আদিত্য রায় কপূর সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বলেন, 'ছোটবেলা থেকেই আমি ওঁর বিশাল বড় অনুরাগী। ওঁর ডেবিউ সেঞ্চুরি দেখেছি। এখানে এসে, ওঁর সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে আমাদের ভীষণ ভীষণ ভাল লেগেছে।' সারা বলেন, 'আমাদের এত ভালবেসে, এত কিছু খাইয়েছেন.. কিছু জিনিসের তো নামও জানি না। আলুপোস্ত খাইয়েছেন, আর মাছটাও দুর্দান্ত ছিল। উনি তো আমায় আমার ঠাকুরদা ঠাকুমার প্রেমের এমন সব গল্প বললেন, যেগুলো আমি নিজেই জানতাম না। আমার ঠাকুমা নাকি ট্যাক্সি নিয়ে স্পোর্ট বাসের পিছনে পিছু করতেন! দুর্দান্ত একটা অভিজ্ঞতা!।

এদিন প্রশ্ন ওঠে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বায়োপিক নিয়েও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে কি দেখা যাবে সারা আলি খান আর আদিত্য রায় কপূরকে? এতে নায়ক হাসতে হাসতে জবাব দেন, 'আমরা তো তৈরি। উনি যদি আমাদের কাস্ট করেন, তাহলে আমরা রাজি।' সম্মতি দেন সারাও। এরপরে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'আমি সারাকে ওর ঠাকুরদার কথা বলছিলাম। কিভাবে উনি এক চোখে ক্রিকেট খেলতেন, আর ভারতীয় ক্রিকেটে উনি কত বড় তারকা ছিলেন। আমি যখন প্রথম ওঁর সঙ্গে দেখা করি, তখন আমি সদ্য সদ্য ভারতের অধিনায়ক হয়েছি। ওর সঙ্গে কলকাতার একটা য়োগ রয়েছে। আর আদিত্যর সঙ্গেও যোগ রয়েছে কলকাতার। ওদের নতুন ছবির জন্য আমি ওদের শুভেচ্ছা জানাচ্ছি। ওদের দুজনেরই খুব অল্প বয়স। কেরিয়ারের একেবারে শুরুর দিকে রয়েছে ওরা। ওদের দুজনকেই অনেক শুভেচ্ছা।'

Continues below advertisement

প্রসঙ্গত, 'মেট্রো ইন দিনো' ছবিতে সারা ও আদিত্য ছাড়াও রয়েছেন, ফতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্গনা সেনশর্মা, আলি ফজল, নীনা গুপ্তা, অনুপম খের, শাশ্বত চট্টোপাধ্যায় ও একাধিক অভিনেতা অভিনেত্রী। অনুরাগ বসুর পরিচালনায়, চলতি বছরের আগামী ৪ জুলাই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।