মুম্বই: সলমন খানকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় এবার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। ইতিমধ্যেই কংগ্রেস নেতা ও সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ডের জন্য লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেইসঙ্গে এবার সলমন খানকে হুমকি চিঠি পাঠানোর ঘটনাতেও জিজ্ঞাসাবাদ করা হল তাঁকে।
সদ্য হুমকি চিঠি পেয়েছেন সলমন খান (Salman Khan) ও সেলিম খান (Selim Khan)। মুম্বই সংবাদমাধ্যম সূত্রের খবর, যে জায়গায় চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতর্ভ্রমণের ফাঁকে সেখানেই বিশ্রাম নেন সেলিম। সকাল সাড়ে ৭টা ৮টার মধ্যে এই চিঠিটি উদ্ধার হয়। বান্দ্রা পুলিশ অজ্ঞাতপরিচয়দের নামে এফআইআর রুজু করেছে। তবে এই প্রথম নয়, এর আগে ২০১৮ সালেও হুমকি চিঠি পেয়েছিলেন সলমন। সেই হুমকি চিঠির নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।
আর কী ছিল সলমন আর সেলিম খানকে পাঠানো সেই হুমকি চিঠিতে? সেখানে লেখা ছিল, 'তোদের অবস্থাও মুসেওয়ালার মত হবে।' সন্দেহ, সিধুর মৃত্যুর ঘটনার সঙ্গেও যোগ রয়েছে সলমনের পাওয়া এই হুমকি চিঠির।
এই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম সদ্য সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিল। কেন? কারণ সদ্য সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডেও আততায়ী হিসেবে উঠে এসেছে তাঁরই নাম। গত ২৯ মে পাঞ্জাবের মানসায় কংগ্রেস নেতা ও সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ড শিহরিত করেছিল সবাইকেই। তিনদিক থেকে গাড়ি ঘেরাও করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল তাঁর গাড়িকে। বিশেষ করে চালকের আসনে। কারণ সেইদিন চালকের আসনে ছিলেন সিধু স্বয়ং। নিরাপত্তা প্রত্যাহারের পরেরদিনই এই ঘটনা ঘটে।
সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে ইতিমধ্যেই লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সলমন খানের হুমকি চিঠি পাওয়ার ঘটনায় মুম্বই সংবাদমাধ্যম সূত্রে আরও খবর, কৃষ্ণসার হত্যা মামলা চলাকালীন সলমনকে ওই গ্যাংস্টার হুমকি দেয়, যোধপুরেই খুন হতে হবে নায়ককে। নতুন করে সলমনের কাছে হুমকি চিঠি পাঠানোর নেপথ্যে কে, তা খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।