পুরুষোত্তম পণ্ডিত, কলকাতা: জীবন থেকে পালিয়ে এক ভার্চুয়াল দুনিয়ায় (Virtual World) বেঁচে থাকার গল্প। ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘এস্কেপ লাইভ’ (Escaype Live)। লাইক, শেয়ার, ফলোয়ার্সের (Like, Share, Followers) মায়াজাল মানুষকে কোন অতলে টেনে নিয়ে যেতে পারে, তাই দেখানো হয়েছে এই সিরিজটিতে।


ভার্চুয়াল দুনিয়ায় বাঁচার গল্প


এ এক অদ্ভুত দ্বন্দ্ব। এ এক অদ্ভুত মায়াজাল। যে জাল কেটে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ছে নেট-নাগরিকদের পক্ষে। ৮ থেকে ৮০, সোশ্যাল মিডিয়ায় সকলেই সম্মোহিত। সেই সম্মোহন এতটাই গাঢ় যে সোশ্যাল মিডিয়ার জন্যই কার্যত সুস্থ সমাজের মূল স্রোত থেকেই সরে যাচ্ছে বহু জীবন। এমনকী অপরাধের অন্ধকারেও তলিয়ে যাচ্ছে যুবসমাজ। হিতাহিত জ্ঞান হারিয়ে এক অবাস্তব স্বপ্ন ধাওয়া করছে তাঁরা। এই প্রেক্ষাপটেই লেখা হয়েছে ওয়েব সিরিজ ‘এস্কেপ লাইভ’-এর চিত্রনাট্য। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া এই সিরিজটিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ, স্বস্তিকা মুখোপাধ্যায়, জাভেদ জাফরি, শ্বেতা ত্রিপাঠি, সুমেধ মুদগলকর, প্লাবিতা বড়ঠাকুর, রোহিত চান্দেল, আদ্যা শর্মা, ঋত্বিক সাহোরে। সিরিজটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ কুমার তিওয়ারি। 


'এস্কেপ লাইভ' একটি অনলাইন অ্যাপের কাহিনি। একটি অ্যাপের দৌলতে লাইক, সাবস্ক্রাইব, শেয়ারের এক গোলক ধাঁধায় আটকে গিয়েছে বেশ কিছু জীবন। একটি প্রতিযোগিতা চলছে। নিজের পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করে যে যত বেশি ভার্চুয়াল ডায়মন্ড সংগ্রহ করতে পারবে, সে পাবে তিন কোটি টাকার পুরস্কার। এছাড়া প্রতিটি ভার্চুয়াল ডায়মন্ড পিছু পাঁচ টাকা করে জমা হবে প্রতিযোগীর অ্যাকাউন্টে। এই প্রতিযোগিতার প্রক্ষেপটেই আলাদা আলাদা কিছু কাহিনি বুনেছেন পরিচালত সিদ্ধার্থ। ‘ডান্স রানি’, ‘ফেটিশ গার্ল’, ‘ডার্ক অ্যাঞ্জেল’, ‘মীনা’, ‘আমচা স্পাইডার’- রা এস্কেপ লাইভের প্রতিযোগী। প্রতেকে নিজের নিজের অনুরাগীদের মন জেতার জন্য নিজেকেও অতিক্রম করে যেতে তৈরি।


ডান্স রানি খুদে একটি মেয়ে। কিন্তু অর্থের লোভে তার মামা তাঁর শৈশবটাই ছিনিয়ে নেয়। প্রতিযোগিতা জেতার জন্য নৃশংস হয়ে উঠতেও দ্বিধা করে না ডার্ক অ্যাঞ্জেল, যাকে সবাই ডার্কি নামে চেনে। জীবনের ঝুঁকি নিয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় আমচা স্পাইডার। আবার পুরুষের শরীরে লুকিয়ে থাকা নারীসত্ত্বাকে সবার সামনে নিয়ে আসার কঠিন লড়াই জিততে চায় মীনা। নিজের সীমা লঙ্ঘন না করে যৌনতার আলোছায়ায় এক অদ্ভুত পরিচিতি তৈরি করে ফেটিশ গার্ল।


আরও পড়ুন: Panchayat Season 2 Review: প্রথম সিজনের পর কতটা জমল 'পঞ্চায়েত সিজন টু'? পড়ুন রিভিউ


কার কেমন অভিনয়?


এই সিরিজে এস্কেপ লাইভের কর্মীর চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ। তবে সিরিজটি জুড়ে তাঁর অভিনয় আলাদা করে নজর কাড়তে ব্যর্থ। এস্কেপ লাইভের কর্ণধারের চরিত্রে জাভেদ জাফরির অভিনয়ও সাদামাটা। কিন্তু ডান্স রানির ভূমিকায় খুদে অভিনেত্রী আদ্যা শর্মা, ডার্ক অ্যাঞ্জেলের ভূমিকায় সুমেধ মুগদলকর দুর্দান্ত অভিনয় করেছেন। ফেটিশ গার্লের সঙ্গে তাঁর বসের ভূমিকায় নজর কড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এস্কেপ লাইভের কাহিনি শেষ হয়নি। নতুন চমকের জন্য দ্বিতীয় সিজনের ইঙ্গিত দিয়েই প্রথম সিজন শেষ করেছেন পরিচালক।