কলকাতা: এইদিন তিনি রুপোলি পর্দার অভিনেত্রী নন, এক্কেবারে ঘরের মেয়ে । ফুলে, আলপনায় নিজের হাতে বাড়ি সাজিয়ে তুলেছেন, রীতি মেনে আয়োজন করেছেন লক্ষ্মীপুজোরও । আয়োজন থেকে ভোগের বিশেষত্ব, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty)-র বাড়ির পুজোর খোঁজ নিল এবিপি আনন্দ ।                                       


বাড়িতে মাটির থালার ওপর আলপনা দিয়ে তাকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছেন অভিনেত্রী । তনুশ্রী বলছেন, 'এই বাড়িতে পুজোর শুরু করেছিলেন আমার দাদু। ছোট থেকেই মা'কে দেখে আসছি পুজো করতে । আজ বাড়ি সাজানোর দিন। আলপনা দিতে আমার এক ভাই সাহায্য করেছে । কাঠের মেঝের ওপর মাটির থালা আর ফুল-আলো দিয়ে বাড়িটা সাজিয়েছি। আমাদের বাড়িতে ভোগের সঙ্গে মাছও দেওয়া হয় । মৎসভোগ । খিচুড়ি, লাবড়ার সঙ্গে থাকে ইলিশ মাছ ।'                                                                                                                                                                               


একা তনুশ্রী চক্রবর্তী নন । আরবানার লক্ষ্মীপুজোয় সামিল হয়েছেন পরিচালক অরিন্দম শীল (Arindam Sil), সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রীও । সমস্ত পুজোই হয় আরবানাতে । অরিন্দম বলছেন, 'এখানে সবাই মিলেমিশে এতটাই আনন্দ করেন যে আলাদা করে বাড়ির পুজো করার প্রয়োজনই হয় না। পুজো শেষ হতেই ভোগ বিতরণ করা হয় । সব মিলিয়ে খুব ভালো ব্যবস্থা । সকালে শুকনো প্রসাদ খেয়েছি, রাতে খিচুড়ি-লাবড়ার ভোগ খাব ।'


Rituparna Sengupta: বিদেশেই পুষ্পাঞ্জলি, প্রসাদ, লক্ষ্মীপুজোয় কলকাতার জন্য মনখারাপ ঋতুপর্ণার


অন্যদিকে নিজের বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী মিমি দত্ত। বিয়ের পরে নিজের বাড়িতে লক্ষ্মীপুজো শুরু করেছিলেন মিমি। গতবছর থেকে। এই বছরেও অন্যথা হল না সেই পুজোর। নিজের হাতে সমস্ত আয়োজন করেন মিমি। এবিপি আনন্দকে মিমি বললেন, 'এই পুজোটা আমার হলেও আমার মা, শ্বশুর, শাশুড়ি সবাই উপস্থিত থাকেন। আমায় সাহায্য করেন। ওঁদের সাহায্য ছাড়া এই পুজোটা করা সম্ভব হত না আমার পক্ষে।'