কলকাতা: কাজের প্রয়োজনে কলকাতা ছেড়ে পাড়ি দিতে হয়েছে সিঙ্গাপুরে। কিন্তু নায়িকার মন পড়ে আছে তিলোত্তমাতেই। নিজের বাড়ি এবং শ্বশুরবাড়ি, দু জায়গারই লক্ষ্মীপুজো বহু পুরনো। বিদেশে বসে বান্ধবীর বাড়িতেই পুষ্পাঞ্জলি, নাড়ু, ফলপ্রসাদে কাটল ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-র লক্ষ্মীপুজো।                             


এবিপি আনন্দকে ঋতুপর্ণা বলছেন, 'বিদেশে বসে কলকাতার কথা খুব মনে পড়ছে। আমার শ্বশুরবাড়ির পুজো খুব পুরনো। আমার মাও বাড়িতে পুজোর আয়োজন করেন। যতই অসুস্থতা হোক, মা ঠিক সুন্দর করে পুজোর আয়োজন করে ফেলেন।'                                                                                                                                               


আরও পড়ুন: Promita Rudrajit: 'প্রথমবার প্রমিতার বাড়িতে গিয়েছিলাম লক্ষ্মীপুজোর দিনই', স্মৃতিচারণায় রুদ্রজিৎ


এই বছর বিদেশের বাড়িতেই পুজো কাটছে ঋতুপর্ণার। অভিনেত্রী বলছেন, 'আমি আমার বাড়িতেও পুজোর আয়োজন করেছি। কিন্তু আমার খুব প্রিয় বান্ধবী পারমিতার বাড়িতে খুব বড় করে লক্ষ্মীপুজো হয়। ওখানেই অঞ্জলি দিলাম। প্রসাদ খেলাম। খুব ভালো কাটল পুজোর দিনটা।'