সন্দীপ রায় বলেছেন, ‘গত কয়েকদিন ধরেই টম অল্টারের শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল। তা সত্ত্বেও তাঁর মৃত্যু আমি মেনে নিতে পারছি না। আমার বাবার ছবি শতরঞ্জ কি খিলাড়ির শ্যুটিংয়ের সময়ের স্মৃতি মনে পড়ছে। টম অত্যন্ত ভাল মানুষ ছিলেন। ইউনিটের সবার সঙ্গে তিনি খুব ভাল ব্যবহার করতেন। আমার ছবি কৈলাসে কেলেঙ্কারিতে তিনি একজন ইংরেজের চরিত্রে অভিনয় করেছিলেন। প্রফেসর শঙ্কুকে নিয়ে ছবি বানালে টমকে গুরুত্বপূর্ণ চরিত্রে ব্যবহার করার ইচ্ছা ছিল। তাঁর মৃত্যুতে আমার ব্যক্তিগত ক্ষতি হল।’
গৌতম ঘোষ বলেছেন, ‘টম অল্টার নিখুঁত, দুর্দান্ত, স্টাইলিশ অভিনেতা ছিলেন। তিনি হিন্দি, উর্দু ও ইংরাজি তিন ভাষাতেই সমান দক্ষ ছিলেন। কিছুদিন আগে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। তাঁর ইতিবাচক মানসিকতা সবচেয়ে ভাল লেগেছিল। বাংলার সঙ্গে তাঁর গভীর যোগ ছিল। বিজয়া দশমীর দিন তাঁর মৃত্যু খারাপ খবর।’
ঋষি, অনিল, অর্জুন, মনোজ বাজপেয়ী, হুমা কুরেশি, জাভেদ জাফ্রি, মধুর ভাণ্ডারকররা ট্যুইট করে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন।