চেন্নাই: দক্ষিণী অভিনেতা কমল হাসান (Kamal Haasan) সোমবার ভারতের অন্যতম শ্রেষ্ঠ নৃত্য কিংবদন্তি পণ্ডিত বিরজু মহারাজের (Pandit Birju Maharaj) প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মহারাজজি ৮৩ বছর বয়সে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
অভিনেতা এদিন ট্যুইটারে একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে মহারাজজি কমল হাসান ও অভিনেত্রী অ্যান্ড্রিয়াকে 'উন্নাই কানাধু...' (Unnai Kaanaadhu...) গানে নাচ শেখাচ্ছেন। এটি 'বিশ্বরূপম' (Vishwaroopam) ছবির জনপ্রিয় গান। এই গানের প্রথম লাইনের অর্থ হচ্ছে, 'তোমাকে দেখতে না পাওয়ার ফলে আজ আমি নিজের মধ্যে নেই।'
এই গানের কোরিওগ্রাফি করার জন্য ২০১২ সালে বিরজু মহারাজজি জাতীয় পুরস্কারে (National Film Award) ভূষিত হন।
আরও পড়ুন: Birju Maharaj Facts: সত্যজিৎ রায় থেকে জ্যাকি চ্যান, কী যোগাযোগ বিরজু মহারাজের?
এদিন নিজের পোস্টে তামিল ভাষায় লেখেন কমল হাসান। তিনি লেখেন, 'প্রয়াত হলেন অতুলনীয় নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ। একজন একলব্যের মতো, ওঁকে আমি বেশ কয়েক বছর ধরে দূর থেকে দেখে অনেক কিছু শিখেছি। "বিশ্বরূপম"-এর জন্য কাছ থেকে কাজ করেও প্রচুর কিছু শিখেছি।'
অভিনেতা ওই গানের লাইন দিয়ে তাঁর ট্যুইটটি শেষ করেছেন, 'একজন কিংবদন্তি যিনি সঙ্গীত এবং নৃত্যে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন, "তোমাকে দেখতে না পাওয়ার ফলে আজ আমি নিজের মধ্যে নেই"।'
এর আগে একাধিক সাক্ষাৎকারেও অভিনেতা পণ্ডিতজির অধীরে প্রশিক্ষণের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। গত রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন পণ্ডিতজি। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন।