জন আব্রাহামের পথে হেঁটে এবার এষা গুপ্ত তৈরি করতে চান মহিলা ফুটবল টিম!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Dec 2017 11:33 AM (IST)
মুম্বই: আর্সেনালের ডিফেন্ডার হেক্টর বেলারিনের সঙ্গে একসময় ঘনিষ্ঠতা ছিল তাঁর। সেই সম্পর্ক আর না থাকলেও এষা গুপ্তের ফুটবল প্রেম কমেনি এতটুকু। এবার মেয়েদের মধ্যে ফুটবল নিয়ে সচেতনতা বাড়াতে চান তিনি। আর সে জন্য এষা তৈরি করতে চান মেয়েদের একটি ফুটবল টিম। এষা বলেছেন, মফঃস্বল আর গ্রামগুলিতে বহু মেয়ে রয়েছেন, যাঁদের মধ্যে ফুটবলার হওয়ার ক্ষমতা আর প্রতিভা রয়েছে। কিন্তু আত্মবিশ্বাসের অভাবে পুরোদস্তুর খেলোয়াড় হয়ে উঠতে পারছেন না তাঁরা। তাই মেয়েদের ফুটবল টিম তৈরি হলে এই মেয়েরা উপকৃত হবেন। তাই এষা মূলত খুঁজছেন সেই সব মেয়ে ফুটবলারদের যাঁরা নিজেদের প্রতিভা প্রমাণের জন্য উপযুক্ত ক্ষেত্রের সন্ধানে রয়েছেন। যেহেতু ফুটবল খেলতে গেলে অন্য খেলোয়াড়ের সঙ্গে ধাক্কাধাক্কি অবশ্যম্ভাবী, তাই মেয়েদের নিরাপত্তার কথা ভেবে অনেক মা বাবাই চান না, তাঁদের মেয়ে পুরোদস্তুর খেলোয়াড় হোক। কিন্তু এষার বক্তব্য, এ সব চিন্তাভাবনা ঠিক নয়। প্রত্যেকের নিজের পছন্দমত কাজ করতে সমান স্বাধীনতা থাকা উচিত। এষাকে শেষ দেখা গিয়েছে কম্যান্ডো ২: দ্য ব্ল্যাক মানি ট্রেল ছবিতে, বিদ্যুৎ জামওয়াল ও আদাহ শর্মার সঙ্গে।