ঠিক যেন তরুণ এসআরকে, শাহরুখ পুত্রের ছবি দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা
ABP Ananda, Web Desk | 13 Sep 2019 02:20 PM (IST)
আরিয়ানের ছবি দেখে নেটিজেনরা একমত, দিনে দিনে হুবহু বাবার মত হয়ে উঠছেন তিনি।
মুম্বই: যতদিন যাচ্ছে আরিয়ান খান তত হয়ে উঠছেন শাহরুখ খানের কার্বন কপি। তবে তিনি বেজায় গম্ভীর, হাসি টাসি মুখে খুব একটা দেখা যায় না। ৬ মাস নিষ্ক্রিয় থাকার পর ফের সোশ্যাল মিডিয়ায় ফিরেছেন এসআরকের বড় ছেলে। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নিজের ছবি। ২১ বছরের আরিয়ানকে শেষ দেখা গিয়েছিল এ বছর রাখিবন্ধনের সময়, ছোট বাই আবরাম ও তুতো ভাই বোনদের সঙ্গে। তারপর এতদিন পর প্রকাশ্যে এলেন তিনি। আরিয়ানের ছবি দেখে নেটিজেনরা একমত, দিনে দিনে হুবহু বাবার মত হয়ে উঠছেন তিনি। আরিয়ানের প্রেম কাহিনী নিয়েও আলোচনার শেষ নেই। কিছুদিন আগে টকটকে লাল টপ পরিহিত এক তরুণীর সঙ্গে তাঁকে ঘনিষ্ঠভাবে নাচতে দেখা যায়। শোনা গিয়েছিল, তিনি লন্ডনের এক ব্লগার, আরিয়ানের গার্লফ্রেন্ড। আরিয়ানের মা গৌরী নাকি মেয়েটির সঙ্গে দেখাও করেছেন, ছেলের বৌ হিসেবে তাঁকে পছন্দ হয়েছে তাঁর। এর আগে অবশ্য শোনা যাচ্ছিল, আরিয়ান প্রেম করছেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দের সঙ্গে। তাঁরা দুজনে এক সঙ্গে লন্ডনে পড়াশোনা করেছেন। কিন্তু নভ্যাকে সম্প্রতি হ্যারি গিলিস নামে এক ব্রিটিশ তরুণের সঙ্গে দেখা গিয়েছে।