মুম্বই: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে লকডাউনের মেয়াদ চতুর্থবার বাড়ানো হয়েছে। লকডাউনের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমিকরা। বলিউডেও এর প্রভাব পড়েছে। বলিউডের ব্যাকআপ ডান্সার কুর্নালিয়া লোভেটও আর্থিক সংকটে পড়েছেন। রোজগার না হওয়ায় বাড়ি ভাড়া মেটাতেও সমস্যায় পড়েছেন তিনি।

কুর্নালিয়া ব্যাকআপ ডান্সারের ভূমিকায় অভিনয় করেন। কুর্নালিয়া বলেছেন, তিনি কঙ্গনা রানাউত ও শাহরুখ খানের মতো তারকাদের সঙ্গেও ডান্স করেছেন। সেইসঙ্গে তিনি বলেছেন, ২০২০—র শুরু থেকেই কাজকর্ম কম ছিল। আর এমন সময়ে মার্চে লকডাউন তাঁর জীবনে তীব্র সংকট নিয়ে এসেছে।

কুর্নালিয়া বলেছেন, আমি মালাডে থাকি। বাড়ি ভাড়া চোকাতে হিমশিম খাচ্ছি। আমার বাবা-মাও এখনও আমার কাছ থেকে কিছু পাবেন বলে আশা করছেন না। কারণ, তাঁরা জানেন যে, বেশ কিছুদিন আমার কাজ মিলছে না। তাঁরা বৃদ্ধ। এই অবস্থায় তাঁদের সাহায্য করতে না পেরে খুব খারাপ লাগছে।

কুর্নালিয়া বলেছন, লকডাউনে পর বলিউডের সঙ্গে যুক্তদের জন্য অমিতাভ বচ্চন ১,৫০০ টাকা করে সাহায্য দিয়েছেন। সলমন খানও এপ্রিলে তাঁর অ্যাকাউন্টে তিন হাজার টাকা পাঠিয়েছিলেন। এজন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।

কুর্নালিয়া বলেছেন, লকডাউনের পরও এমন পরিস্থিতি আরও কয়েক মাস চলবে। গানের শ্যুটিংয়ের সময় অনেক লোক একসঙ্গে থাকে। এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার কাজ খুবই মুশকিল।