Sunita Williams: আজই মহাকাশে রওনা দিচ্ছেন সুনীতা, এই নিয়ে তৃতীয় বার, আবারও ইতিহাস রচনার পথে

Starliner First Crewed Mission: মহাকাশ  গবেষণার পাশাপাশি, ব্যবসায়িক ক্ষেত্রেও মহাকাশ অভিযানকে কাজে লাগাতে চাইছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA.

Continues below advertisement

নয়াদিল্লি: ফের মহাকাশে রওনা দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস। এই নিয়ে তৃতীয় বারের জন্য মহাকাশে রওনা দিতে চলেছেন, NASA-য় কর্মরত সুনীতা। NASA-র আর এক মহাকাশচারী ব্যারি 'বুচ' উইলমোরও সুনীতার সঙ্গেই মহাকাশে রওনা দিচ্ছেন। আপাতত প্রাক-উড়ান কোয়রান্টিনে রয়েছেন তাঁরা। অত্যাধুনিক CST-200 Boeng Starliner মহাকাশে চেপে শনিবার আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেবেন সুনীতা এবং ব্যারি। (Sunita Williams)

Continues below advertisement

মহাকাশ  গবেষণার পাশাপাশি, ব্যবসায়িক ক্ষেত্রেও মহাকাশ অভিযানকে কাজে লাগাতে চাইছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. তাদের সেই লক্ষ্যপূরণের পথে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধনকুবের ইলন মাস্কের SpaceX-কে টেক্কা দিতে চায় NASA.  মহাকাশ অভিযানকে আরও নিরাপদ এবং টেকসই করে তোলাই লক্ষ্য তাদের। (Starliner First Crewed Mission)

শনিবার আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা দেবে ST-200 Boeng Starliner রকেটটি। স্থানীয় সময় রাত ১০টা নাগাদ রকেটটির উৎক্ষেপণ। স্টারলাইনার রকেটে চেপে প্রথম মহাকাশে রওনা দেওয়া নভোশ্চর হিসেবে গন্য হবেন সুনীতা এবং ব্যারি। রকেট নির্মাণকারী সংস্থা United Launch Alliance-এর Atlas 5 রকেটে চেপে রওনা দেবেন তাঁরা। রবিবার তাঁরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে যাবেন বলে আশা।

আরও পড়ুন: First Wooden Satellite: প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ, অসাধ্যসাধন করল জাপান, এবছরই উড়ান

নিরাপদে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে, আগামী এক সপ্তাহ মহাকাশেই থাকবেন সুনীতা এবং ব্যারি। সেখানে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন তাঁরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জুন পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা এবং ব্যারি। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর, প্যারাশ্যুট এবং এয়ারব্যাগ ল্যান্ডিংয়ের মাধ্যমে মাটি ছোঁবেন দুই মহাকাশচারী। এর আগে, যান্ত্রিক গোলযোগ এবং কিছু ত্রুটির জন্য এই অভিযান পিছিয়ে যায় একাধিক বার। তবে শনিবারের অভিযান ঘিরে কোনও সমস্যা, ত্রুটি নেই বলে জাুনিয়েছে কেনেডি স্পেস সেন্টার। 

এটি সুনীতার তৃতীয় মহাকাশ অভিযান হতে চলেছে। ইতিমধ্যেই মহাকাশে ৩২২ দিন কাটানোর রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। সর্বাধিক স্পেসওয়াকের রেকর্ডও দীর্ঘদিন তাঁর দখলেই। পেজি হুইটসন পরবর্তী কালে তাঁকে ছাপিয়ে যান। নয়া স্পেস ক্যাপসুলে চেপে রওনা দিতে পারলে, আরও একবার ইতিহাস গড়তেন সুনীতা। ২০০৬ সালের ৯ ডিসেম্বর প্রথম বার মহাকাশ অভিযানে যান সুনীতা। ২০০৭ সালের ২২ জুন পর্যন্ত ছিলেন সেবার। ২০১২ সালের ১৪ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় মহাকাশ অভিযানে শামিল ছিলেন। স্টারলাইনার মহাকাশযানটির নকশা তৈরিতেও যুক্ত ছিলেন সুনীতা। এর আগে, ভগবত গীতা নিয়ে মহাকাশে গিয়েছিলেন সুনীতা। এবার 'লাকি চার্ম' গণেশের মূর্তি সঙ্গে রাখার কথা জানিয়েছেন আগেই।

Continues below advertisement
Sponsored Links by Taboola