কলকাতা: ছবির শেষে পর্দায় ভেসে আসে একটাই বার্তা। সবচেয়ে বড় ধর্ম মানবতা। আর এই লাইনটিকে জড়িয়ে জড়িয়েই যেন বেড়ে ওঠে গোটা ছবির গল্প। 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chele)। কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)-র আগামী ছবি। যে ছবির গল্পের মোড়কে রয়েছে এক জরুরি বার্তা, বিজ্ঞান আর অন্ধবিশ্বাসের লড়াইয়ের গল্প। 


২৫ অগাস্ট বড়পর্দায় মুক্তি পাবে লক্ষ্মী ছেলে। তার আগেই এই ছবিটি দেখে ফেলেছেন রূপম ইসলাম (Rupam Islam)। কেবল একা রূপম নয়, সঙ্গে এসেছিল তাঁর ছেলে রূপও। রূপম বলছেন, 'ছবির শেষে পর্দায় একটি বার্তা ফুটে ওঠে যে মানবতাই হল সবচেয়ে বড় ধর্ম। আমি বিশ্বাস করি মানবতাই মানুষের একমাত্র ধর্ম। আমার ছেলে যখন নিজের পরিচয় দেয় স্কুলে, তখন ও এই একটাই কথা বলে, আমার ধর্ম হল মানবতা।'


একই সুর শোনা গেল রূপমের ছেলে রূপের গলাতেও। সে বলছে, 'আমায় যখন স্কুলে কেউ প্রশ্ন করে, আমি বলি, আমার ধর্ম মানবতা। আমার খুব ভালো লেগেছে এই ছবিটা। আমি ভীষণ মিল পাচ্ছি এই ছবিটার সঙ্গে। 


আরও পড়ুন: Alia Bhatt's Update: প্রথম ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পান আলিয়া ভট্ট?


শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর প্রযোজনায় পর্দায় মুক্তি পাবে 'লক্ষ্মী ছেলে'। মুখ্যচরিত্র উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। এছাড়াও রয়েছেন পূরব আচার্য ও ঋত্বিকা পাল।  ঋত্বিকা পাল (Ritwika Pal) ও পূরর শীল আচার্য (Purab Seal Acharya)। ছবিতে গূরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), ইন্দ্রাশীস রায় (Indrasish Roy), বাবুল সুপ্রিয় (Babul Supriyo), জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) ও প্রদীপ ভট্টাচার্য্য (Pradip Bhattacharya)।