iPhone 14 Series: আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) লঞ্চ প্রসঙ্গে একাধিক তারিখ প্রকাশ্যে আসছে। যদিও এর কোনওটিই অ্যাপেল (Apple Tech Giant) সংস্থা ঘোষণা করেনি। সবকটিই সম্ভাব্য তারিখ। আগে শোনা গিয়েছিল ১৩ সেপ্টেম্বর অ্যাপেলের লঞ্চ ইভেন্ট (Apple’s Launch Event) হতে পারে। সেখানেই হয়তো আইফোন ১৪ সিরিজ লঞ্চ হবে। এবার শোনা গিয়েছে সম্ভবত ৭ সেপ্টেম্বর অ্যাপেলের লঞ্চ ইভেন্ট আয়োজিত হতে পারে। সেখানে আইফোন ১৪ সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নতুন করে শোনা গিয়েছে, ৭ সেপ্টেম্বরের লঞ্চ ইভেন্টে নাকি মোট ৭টি প্রোডাক্ট লঞ্চ করতে পারে অ্যাপেল কর্তৃপক্ষ। আইফোন ১৪ সিরিজের চারটি মডেল এবং তিনটি আইপ্যাড লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছে। এখানেই শেষ নয়, চমক রয়েছে আরও।
আইফোন ১৪ সিরিজে ‘মিনি’ মডেল লঞ্চ হবে না বলেই শোনা গিয়েছিল। তবে এবার আইফোন ১৪ সিরিজে ‘মিনি’ মডেল লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছে। প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল আইফোন ১৪ মিনি মডেলের পরিবর্তে আইফোন ১৪ ম্যাক্স মডেল লঞ্চ হবে। তবে এখন এই ‘ম্যাক্স’ ফোন লঞ্চ প্রসঙ্গে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই আইফোন সিরিজে একটি রেগুলার এবং ২টো প্রো মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে। আইফোন ১৪ সিরিজের সঙ্গে নতুন আইপ্যাড ছাড়াও অ্যাপেল ওয়াচের নতুন মডেল লঞ্চের কথাও শোনা যাচ্ছে। তবে অ্যাপেল কর্তৃপক্ষের তরফে আংশিক ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।
আইফোন ১৪ সিরিজে মোট চারটি মডেল লঞ্চের কথা রয়েছে। আগে শোনা যাচ্ছিল ভ্যানিলা মডেল আইফোন ১৪- র পাশাপাশি আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেল লঞ্চ হতে পারে আইফোনের নতুন সিরিজে। তবে এখন নতুন করে আইফোন ‘মিনি’ মডেল লঞ্চের কথা শোনা গিয়েছে। এর পাশাপাশি ‘ম্যাক্স’ মডেলের লঞ্চ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। তাই আইফোন ১৪ সিরিজে ঠিক কী কী ফোন লঞ্চ হবে আর কবেই বা হবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
আইফোন ১৪ সিরিজে iOS 16 out of the box- এর সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে যে আগের আইফোন সিরিজগুলোর তুলনায় উন্নত মানের ব্যাটারি থাকবে আইফোন ১৪ সিরিজের প্রো মডেলগুলিতে। সেই ব্যাটারিতে নাকি শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। অন্যদিকে আইফোন ১৪ সিরিজের ফোনগুলির দাম সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি ঠিকই। তবে আইফোন ১৩ সিরিজের থেকে দাম বেশি হবে বলে অনুমান। এর পাশাপাশি শোনা গিয়েছে যে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কেনা যাবে।
আরও পড়ুন- সেপ্টেম্বর একসঙ্গে ৬টি বাজেট ফোন ভারতে লঞ্চের পরিকল্পনায় রয়েছে ভিভো