কলকাতা: বিজ্ঞান না বিশ্বাস? মানুষ না দেবতা? ৪৫ সেকেন্ডের টিজার জুড়ে শুধুই স্তোস্ত্রপাঠ, ধ্বজা, শঙ্খধ্বনি, আর চিকিৎসা বিজ্ঞান-হাসপাতালের ঘরের এক অদ্ভুত মেলবন্ধন। এই গল্প কী.. তার আঁচ পাওয়া না গেলেও টিজার জুড়ে একমুঠো প্রশ্ন আর আকর্ষণ ছড়িয়ে গেল 'লক্ষ্মী ছেলে'।
কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)-র ছবি 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chele)- মুক্তি পাচ্ছে ২৫ অগাস্ট। মুখ্যভূমিকায় অভিনয় করেছেন উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly), ঋত্বিকা পাল (Ritwika Pal) ও পূরর শীল আচার্য (Purab Seal Acharya)। ছবিতে গূরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), ইন্দ্রাশীস রায় (Indrasish Roy), বাবুল সুপ্রিয় (Babul Supriyo), জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) ও প্রদীপ ভট্টাচার্য্য (Pradip Bhattacharya)।
আজ মুক্তি পেয়েছে এই ছবির টিজার। গোটা টিজার জুড়ে যেন রহস্য আর বিজ্ঞান আর কুসংস্কারের এক অঘোষিত লড়াই। সেটাই তো এই গল্পের প্রেক্ষাপট। সমাজের তথাকথিত কুসংস্কার, বিশ্বাসকে বিজ্ঞান দিয়ে বিচার বিশ্লেষণ করবে 'লক্ষ্মী ছেলে'।
৩০ জুলাই মুক্তি পাবে এই ছবির ট্রেলার।