বর্ধমান: বুথে ভোটারদের নিয়ে যেতেও তৃণমূল বনাম তৃণমূল (TMC Inner Clash)। ভোটারদের নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মাথা ফাটল ২জনের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মাথা ফাটল ২ টোটো চালকের। গলসির জাগুলিপাড়ায় ভোটারদের নিয়ে যেতেও গোষ্ঠীদ্বন্দ্ব। 


ভোটকেন্দ্রে ভোটারদের নিয়ে যাওয়া নিয়েও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গলসিতে ঝরল রক্ত। পাথর-লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ। জখম তৃণমূল সমর্থক দুই টোটো চালক। বর্ধমান-দুর্গাপুর লোকসভার গলসি ১ নম্বর ব্লকের জাগুলিপাড়া গ্রামের ঘটনা। স্থানীয় দুই নেতার অনুগামীরা ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া নিয়ে সংঘর্ষে জড়ান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 


কোথাও গুরুতর আহত হলেন বিজেপির পোলিং এজেন্ট। কোথাও মাথা ফাটল সিপিএম কর্মীর। কোথাও আবার গোষ্ঠীদ্বন্দ্বে আহত হল তৃণমূলেরই সমর্থক।  চতুর্থ দফার নির্বাচনে এমনই একাধিক অশান্তির ঘটনা ঘটল। বীরভূম লোকসভা কেন্দ্রের হাসনে, সাহাপুর গ্রাম পঞ্চায়েতে, ২৩৮ নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্টকে মেরে, মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি সমর্থক বলেন, আমরা ভোট মারতে গেছি। আমাদের কাছ থেকে ভোট কেড়ে নিয়ে ওখানে মেরে দিয়েছে। তৃণমূলের। পুলিশ ছিল। পুলিশ দেখছে কিচ্ছু বলছে না। 



পুলিশ দেখছে, কিচ্ছু বলে না পুলিশে। বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাসনের বিজেপি কর্মীকে মেরে হসপিটালাইজ করে দেওয়া হয়েছে। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ, রিগিং হচ্ছিল, প্রতিবাদ করায় মারধর করা হয়। কী অভিযোগ, কারা এই ঘটনা ঘটল? আহত বিজেপি কর্মী অসীম মাল বলেন, এজেন্ট ছিলাম। TMC-র নেতা নিয়ে এসেছে, কিন্তু ওদের আইডেনটি কার্ড, ভোটার কার্ড কিচ্ছু নাই, ভোট মারছিল। তার জন্য় আমি প্রতিবাদ করাতে আমাকে মারধর। 


আহতকে দেখতে হাসপাতালে আসেন বীরভূমের বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। বীরভূম বিজেপি প্রার্থী  দেবতনু ভট্টাচার্য বলেন,অবশ্য়ই অভিযোগ করবো আমরা। আমরা আগের বুথেও দেখেছি সেন্ট্রাল ফোর্স কিছুটা নিষ্ক্রিয় ছিল। সেটাও অভিযোগ করবো। এক্ষেত্রে তো একটা গুরুতর অভিযোগ সেন্ট্রাল ফোর্সের জওয়ানের বিরুদ্ধে । আমরা ইমিডিয়েটলি কমপ্লেন করছি এটার। 


আরও পড়ুন, 'শেষ ২ দফায় ঢুকবে হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী', তৃণমূলের খেলা শেষের হুঙ্কার শুভেন্দুর


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।