কলকাতা: ২০২১ সালের ১১ নভেম্বর। দুপুর নাগাদ হঠাৎই শোরগোল টলিপাড়ায় (Tollywood)। বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন তারকা সঙ্গীতশিল্পী অনুপম রায় (Anupam Roy)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করেন তৎকালীন স্ত্রী পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty) সঙ্গে পথচলায় ইতি টানছেন। এরপর, এই ঘটনার ঠিক বছর দুয়েকের মাথায়, চলতি বছরের ২৭ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন টলিউডের তারকা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী। ফের উস্কে ওঠে পিয়ার প্রাক্তন স্বামীর প্রসঙ্গ। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার সঙ্গে পাল্লা দিয়ে ভাইরাল হয় একাধিক মিমও। এই আবহে একবার ফিরে দেখা যাক, বিবাহবিচ্ছেদ কেন হয়েছিল অনুপম ও পিয়ার? কী জানিয়েছিলেন তাঁরা নিজেরা?
কেন বিচ্ছেদ হয় অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর?
১১ নভেম্বর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেন অনুপম রায়। অনুপম ও পিয়ার 'যৌথ' বিবৃতি বলা যেতে পারে। তাতেই স্পষ্ট উল্লেখ করা হয় বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একইসঙ্গে এও উল্লেখ করা হয় যে তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে না থাকলেও, বন্ধুত্ব থাকবে অটুট।
বিচ্ছেদের কথা ঘোষণা করে সঙ্গীত পরিচালক লেখেন, 'আমরা অনুপম এবং পিয়া, যৌথভাবে আমাদের বৈবাহিক সম্পর্ক শেষ করার এবং বন্ধ হিসেবে আমাদের নিজস্ব স্বাধীন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একসঙ্গে সফর খুব সুন্দর ছিল, সঞ্চিত রাখার মতো অভিজ্ঞতা ও আনন্দের স্মৃতিতে ঠাসা। যদিও, ব্যক্তিগত মতপার্থক্যের জন্য, আমাদের মনে হয়েছে যে স্বামী ও স্ত্রী হিসেবে আলাদা হয়ে যাওয়াই শ্রেষ্ঠ হবে আমাদের জন্য। আমরা চিরকাল যেমন ছিলাম তেমনই ঘনিষ্ঠ বন্ধু থাকব এবং একে অপরের ভাল থাকার অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকব।' ওই বিবৃতিতে তিনি আরও লেখেন, 'আমরা সকল বন্ধুবান্ধব, পরিবার ও শুভাকাঙ্ক্ষী যাঁরা এতদিন পর্যন্ত প্রত্যেক ধাপে আমাদের পাশে থেকেছেন তাঁদের কাছে কৃতজ্ঞ। আমরা আপনাদের ক্রমাগত সহানুভূতি ও বোঝাপড়ার অনুরোধ করছি যাতে এই বদলটা গোপনীয়তা ও সম্মানের সঙ্গে করতে আমাদের সাহায্য হয়।'
আরও পড়ুন: KBC 15: ৭ কোটির প্রশ্নে 'ছন্দপতন' সর্বকনিষ্ঠ কোটিপতি ময়ঙ্কের! কী জিজ্ঞেস করা হয় খুদেকে?
২০১৫ সালের ৬ ডিসেম্বর, তৎকালীন বান্ধবী পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অনুপম রায়। উপস্থিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা। শোনা যায়, গানে গানে মনের মানুষকে ইম্প্রেস করেছিলেন অনুপম। তবে সেই বিয়ে 'ব্যক্তিগত পার্থক্য'-এর কারণে স্থায়ী হয় মাত্র ৬ বছর। এর দুই বছরের মাথায় নতুন জীবনে পা দিলেন সমাজকর্মী পিয়া। হাত ধরলেন টলিউডের এতদিনের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' পরমব্রত চট্টোপাধ্যায়ের। অন্যদিকে নিজের একের পর এক হিট কাজ নিয়ে ব্যস্ত অনুপম রায়। শুভাকাঙ্ক্ষীরা সকলেরই মঙ্গল কামনা করে ও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।