কলকাতা: শ্যুটিং শেষ। খুব শীঘ্রই মুক্তি পাবে ছবি। আর সেই আনন্দেই হল কেক কাটার পর্ব। শ্যুটিং শেষের পর এদিন নন্দনে কেক কাটেন 'লভ ম্যারেজ' (Love Marriage) ছবির কলাকুশলীরা। সম্প্রতি টলিউড অভিনেতা অঙ্কুশ (Ankush Hazra) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে 'লভ ম্যারেজ' ছবির সদস্যরা উপস্থিত হয়েছেন নন্দন চত্বরে। আর সেখানেই প্রস্তুতি চলছে কেক কাটার। উপস্থিত ছিলেন অভিনেতা অঙ্কুশ, মুখ্য চরিত্রে অঙ্কুশের বিপরীতে অভিনয় করা ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), বাংলা ছবির বর্ষীয়াণ শিল্পী রঞ্জিত মল্লিক (Ranjit Mallick), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) এবং একঝাঁক অভিনেতা অভিনেত্রী।
আরও পড়ুন - Top Entertainment News Today: চোখ বুলিয়ে নিন আজকের সেরা বিনোদনের খবরগুলিতে
অঙ্কুশের পোস্ট করা ভিডিওটিতে দেখা যায় 'লভ ম্যারেজ' ছবির শ্যুটিং শেষ উপলক্ষে একে একে সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছেন। নন্দন চত্বরে 'লভ ম্যারেজ' ছবির কলাকুশলীদের কেক কাটার পর্ব দেখতে আশেপাশের সাধারণ মানুষও ভিড় জমান। সবে শ্যুটিং শেষ হয়েছে। কবে ছবিটি মুক্তি পাবে, সে সম্পর্কে যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। যদিও ভিডিওর ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন যে, আগামী বছর অর্থাৎ ২০২২-এ মুক্তি পাবে ছবিটি।
প্রসঙ্গত, চলতি বছরের মাঝামাঝি সময়ই 'লভ ম্যারেজ' ছবির শ্যুটিং শুরু করেছিলেন রিয়েল লাইফ জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush-Oindrila)। 'ম্যাজিক' ছবির পর এই ছবিতে ফের তাঁদের রিল লাইফ কেমিস্ট্রি দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন প্রেমেন্দু বিকাশ চাকি (Premendu Bikash Chaki)। সুরিন্দর ফিল্মসের (Surinder Films) ব্যানারে তৈরি হওয়া 'লভ ম্যারেজ' ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য প্রমুখ অভিনেতারা। অঙ্কুশ-ঐন্দ্রিলার বাস্তবের 'লভ ম্যারেজ'-এর আগে পর্দার 'লভ ম্যারেজ' কতটা রোম্যান্টিক হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা।
আরও পড়ুন - Bengali Film Update: 'বোঝে না সে বোঝে না'র ৯ বছর পূর্তি, স্মৃতিচারণা আবীর-সোহম-মিমির