কলকাতা: বেশ কিছুদিন পর হিন্দি গানে (hindi song) কণ্ঠ দিলেন গায়ক অনুরাগ হালদার (Anurag Halder)। গানের নাম 'তেরে নাল' (Tere Naal)। রোম্যান্টিক ঘরানার (Romantic Song) এই মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন ঐশ্বর্য সেন (Aishwarya Sen) ও ঋদ্ধিষ চৌধুরী (Ridhish Chowdhury)। 


মুক্তি পেল নতুন প্রেমের গান 'তেরে নাল'


ফের প্রেমের গান নিয়ে হাজির হলেন গায়ক অনুরাগ হালদার। তাঁর কণ্ঠে এই গানের নাম 'তেরে নাল'। তৈরি হয়েছে মিউজিক ভিডিও। পুরোপুরি ভিন্ন ধরণের এই রোম্যান্টিক গানে অভিনয় করেছেন ঐশ্বর্য সেন ও ঋদ্ধিষ চৌধুরী। এটি একটি প্রেমের গান।


বহুদিন পর গায়ক অনুরাগ হালদারের কণ্ঠে এমন রোম্যান্টিক গান উপহার পেলেন দর্শক। গানটিতে সুর করেছেন ও কণ্ঠ দিয়েছেন অনুরাগ হালদার। গানটির সিনেমাটোগ্রাফি করেছেন সৌরদীপ্ত চৌধুরী ও শুভম সেন। মিউজিক ভিডিওর শ্যুটিং হয়েছে কলকাতা ও উত্তরবঙ্গের অপরূপ পরিবেশে। এই গানের প্রসঙ্গে অভিনেত্রী ঐশ্বর্য সেন বলেন, 'এটি পুরোপুরি রোম্যান্টিক ঘরানার একটি গান। বহুদিন পর এমন একটি গানে অভিনয় করলাম। গায়ক অনুরাগ হালদারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। দারুণ সুন্দর একটি গান গেয়েছেন গায়ক অনুরাগ হালদার। খুব ভালভাবে গানটি গেয়েছেন তিনি। আমাদের নায়ক ঋদ্ধিষ চৌধুরীও খুব ভাল। আশা করছি দর্শকদের গানটা খুব বেশ পছন্দ হবে।'                                                                           


 



আরও পড়ুন: Rabindranath Tagore: ভারতের জাতীয় সঙ্গীত ইংরেজিতেও অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ! পাণ্ডুলিপি প্রকাশ সোশাল মিডিয়ায়


'তেরে নাল'-এর পাশাপাশি আরও কয়েকটি প্রজেক্ট নিয়ে আসতে চলেছেন গায়ক অনুরাগ হালদার নিজের কণ্ঠে। মুক্তির পথে অপেক্ষা করছে তাঁর নতুন হিন্দি গান 'জমানা'। গানটিতে সুর ও কথা শিল্পীর নিজেরই। আগামী মাসে কলকাতা শহরের বাইরে শ্যুটিং হতে চলেছে 'জমানা'র। 


প্রসঙ্গত এর আগে অনুরাগ হালদারের কণ্ঠে শোনা গেছে, 'তুই এলিনা', 'ফাসলা', 'ঘুম পাহাড়া', 'আলোড়ন', 'পাড়ি দেব না', 'কষ্টিয়া', 'অধুরি', 'তুমিও মানো না', 'চলে গেলেও', 'কিউঁ বেওয়াজা', 'ইচ্ছে করে', 'চলো যাই', 'মজবুরি', 'মেরে দেশ মে', 'মুঝ মে', 'লাপড়বা' গানগুলি।