আগামী এপ্রিলেই খ্রিস্টান রীতিতে আংটি বদল করতে চলেছেন অর্জুন-মলাইকা, জোর গুঞ্জন বি-টাউনে
Web Deask, ABP Ananda | 03 Mar 2019 09:24 AM (IST)
মুম্বই: টিনসেল টাউনে কান পাতলে প্রায় সবসময়ই জুটির ভাঙ্গা গড়ার খবর শোনা যায়, তা অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন। আর ইদানিং যে নতুন জুটির চর্চায় বলিউড সরগরম তা হল অর্জুন কাপুর আর মলাইকা অরোরার জুটি। বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। ডিনার থেকে মুভি ডেট, একসঙ্গে অনেকবার পাপারাৎজির ক্যামেরাবন্দিও হয়েছেন তারা। সূত্রের খবর, আন্ধেরির লোখন্ডেওয়ালায় একসঙ্গে একটা ফ্ল্যাটও কিনেছেন তাঁরা। এই সেলের জুটির বিয়ের সম্ভবনার কথা ইন্টারনেটে ঘোরাফেরা করলেও এতদিন এব্যাপারে মুখ খোলেননি তাঁরা। কিন্তু সম্প্রতি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, সম্পর্ককে স্বীকৃতি দিতে প্রস্তুত এই সেলেব জুটি। আগামী এপ্রিলেই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন তারা। খ্রিস্টান রীতিতেই আংটি বদল করতে চলেছেন অর্জুন-মালাইকা। নিজেরা এখনও এবিষয়ে মুখ না খুললেও এই খবরে খুশি তাঁদের পরিবার থেকে ভক্তরা। মালাইকার এটি দ্বিতীয় বিবাহ। এর আগে অভিনেতা অরবাজ খানের সঙ্গে বিয়ে হয়েছিল মলাইকার। ১৬ বছরের একটি ছেলেও রয়েছে তাঁদের। ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ হয় এই জুটির।