আলাদা করে লাকি আলির পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। নয়ের দশকে বেড়ে ওঠা প্রজন্মের কাছে লাকি আলির একাধিক গান যেন নস্টালজিয়ার ছেঁড়া কোলাজ। তিন দশক ধরে একাধিক ইন্ডিপপ গানে লাকি আলি মাতিয়ে রেখেছিলেন সকলকে। এবারেও হঠাৎ গান গাইতে উঠেও ফের মাতিয়ে দিয়েছেন লাকি আলি। লাকি আলির মিউজিক কেরিয়ারের অন্যতম সেরা গান ‘ও সনম’। ১৯৯৬ সালে ‘সুনো’ অ্যালবামে যে গান গেয়েছিলেন তিনি। নাফিসা যে ভিডিও পোস্ট করে লেখেন, উত্তর গোয়ার আরামবোলে এক সঙ্গীতানুষ্ঠান দেখার পর লাকি আলিকে গান গাইতে অনুরোধ করে সকলে। হঠাৎ করেই তারপর গান ধরে ও। খুব সুন্দর এক অভিজ্ঞতা।
অনুরাগী পরিবেষ্টিত হয়ে এক কাঠের বাক্সের উপর বসে গান ধরেন লাকি আলি। ৬২ বছরের যুবকের যে গান শুনে অনেকের মতোই নস্টালজিক আনন্দ মাহিন্দ্রাও। তিনি টুইটারে লেখেন, দৃশ্যটা দেখে একঝাঁক নস্টালজিয়া যেন জড়িয়ে ধরল। একই রকম ভিনটেজ লাকি আলিকে পেলাম। শুধু সেটাই নয়, মনে পড়ে গেল সাতের দশকের আড্ডাগুলো। ছোট ছোট দলে বন্ধুত্ব, গান, ভাবনাচিন্তার সঙ্গে মিশে থাকত এমনই গানের আসর। আশা রাখি এরকমই সুন্দর পৃথিবী পৃথিবীজুড়ে ফের দ্রুত দেখতে পাব আমরা।