কলকাতা: মুক্তি পেল বহু প্রতীক্ষিত 'লাস্ট স্টোরিজ ২' (Lust Stories 2)-এর ট্রেলার। তমন্না ভাটিয়া (Tamannah Bhatia), কাজল (Kajol), বিজয় বর্মা (Vajay Varma), নীনা গুপ্তা (Neena Gupta), ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur), অঙ্গদ বেদি (Angad Bedi) অভিনীত এই ছবির ট্রেলারের জন্য কার্যত অপেক্ষা করেছিলেন অনুরাগীরা। তার একটা কারণ অবশ্যই বিজয় ও তমন্নার রসায়নের ঝলক দেখার আশায়।


কেমন তমন্না ও বিজয়ের রসায়নের ওপর এত নজর? তার কারণ অবশ্য ইতিমধ্যেই জানা সবার। ইন্ডাস্ট্রিতে এখন কান পাতলেই শোনা যায় তমন্না ও বিজয়ের প্রেমের গুঞ্জন। এ নিয়ে অবশ্য রাখঢাকও করেন না তেমন নায়ক নায়িকা। শোনা যায়, এই 'লাস্ট স্টোরিজ ২'-এর শ্যুটিং করার সময় থেকেই তাঁদের আলাপ ও তারপরে ঘনিষ্ঠতা। 


আজ মুক্তি পাওয়া ট্রেলারে দেখা মিলল মজার মোড়কে বাস্তবের গল্প। প্রেম, সম্পর্ক, চাহিদা ও সমাজের চিরাচরিত ধ্যানধারণাকে এক মজার মোড়কে তুলে ধরতে চলেছে এই ছবি। ২৯ তারিখ ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix)-এ মুক্তি পেতে চলেছে এই ছবি। 


 






একটি সাক্ষাৎকারে ‘লাস্ট স্টোরিজ ২’-এর কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তমন্না বলেন, 'অভিনেতা এবং মানুষ হিসেবে আমরা একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ। বিজয় আমাকে ইচ্ছেমতো কাজ করার স্বাধীনতা দেয়। আমরা সবসময় নিজেদের নিয়ে কাজ করি, কিভাবে একজন আরও ভাল অভিনেতা, একজন আরও ভাল মানুষ হওয়া যায় সেই চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত।‘


অন্যদিকে, বিজয় বর্মার কাজের প্রশংসা করতে গিয়ে তমন্না বলেছেন 'অভিনেতা হিসেবে বিজয় এককথায় অসাধারণ। বিজয় অত্যন্ত মেধাবী ও অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। প্রথম থেকেই তিনি তাঁর অভিনয়ের ছাপ ফেলেছেন। আর এখন ও যোগ্য সম্মান পাচ্ছেন। '


অন্যদিকে, সম্প্রতি ট্যুইটারে এক তমন্না অনুরাগী লেখেন, 'তমন্না হল সবকিছু... আর বিজয়, শুধুমাত্র বিজয়'। অভিনেতার চোখ এড়ায়নি এই ট্যুইট। তিনি সেই ট্যুইটটি রিট্যুইট করে লেখেন, 'আমি সমর্থন জানাচ্ছি এই কথাটায়। সেই ট্যুইটটি আবার ৩টি মজার ইমোজি দিয়ে রিট্যুইট করেছেন তমন্ন ভাটিয়া। বিজয়ের এই কাজ যে তাঁর মনে ধরেছে, সেটা বলাই বাহুল্য।


আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি


আরও পড়ুন:Europe Tour : বিঠোভেনের শহর, রামধনু রং, ঘুমের ওপারে নতুন দেশ...