চেন্নাই: তামিল রোমান্টিক ছবি ‘কাটরু ভেলিয়িদাই’-তে পরিচালক মণি রত্নমের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আপ্লুত অদিতি রাও হায়দারি। তিনি জানিয়েছেন, এর মাধ্যমে দীর্ঘদিন ধরে দেখা স্বপ্ন সত্যি হল তাঁর।
অদিতি জানিয়েছেন, যখন ছোট ছিলেন, তখন উইশ করেছিলেন, যেন মণি রত্নমের সঙ্গে কাজের সুযোগ মেলে। অবশেষে তাঁর প্রার্থনা সত্যি হল।
পাশাপাশি সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে ‘পদ্মাবতী’-তে কাজ করছেন অদিতি। তাতেও ভীষণ খুশি তিনি। জানিয়েছেন, মণির মত সঞ্জয়ও তাঁর স্বপ্নের পরিচালক। মণি রত্নমের সেট থেকে সরাসরি সঞ্জয়ের সেটে চলে যান তিনি। ফলে গোটা ব্যাপারটাই দুর্দান্ত তাঁর কাছে। ‘পদ্মাবতী’-তে তাঁর সহশিল্পী রণবীর সিংহ, শাহিদ কপূর ও দীপিকা পাড়ুকোনেরও প্রশংসা করেছেন তিনি।
ছোটবেলা থেকে মণিরত্নমের সঙ্গে কাজ করার সুযোগ চেয়েছেন, অবশেষে স্বপ্ন সফল অদিতি রাও হায়দারির
ABP Ananda, Web Desk
Updated at:
06 Feb 2017 11:02 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -