নয়াদিল্লি: মাদাম তুসোর মোমের মানুষের সংগ্রহশালায় এবার বসছে পুরনো দিনের অভিনেত্রী মধুবালার মূর্তি।


মুঘল ই আজম ছবিতে তাঁর প্রবাদপ্রতিম চরিত্র আনারকলির পোশাকে মধুবালাকে দেখা যাবে।

হিন্দি ছবির স্বর্ণ যুগের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী মধুবালা চলতি কা নাম গাড়ি, মিস্টার অ্যান্ড মিসেস ফিফটিফাইভ, কালা পানি ও হাওড়া ব্রিজের মত ছবি করেছেন।

অল্পদিনের জীবনে তাঁর অসামান্য সৌন্দর্য ও অভিনয় ক্ষমতা আন্তর্জাতিক দুনিয়ারও নজর কেড়েছিল।

১৯৫২-য় জনপ্রিয় মার্কিন পত্রিকা থিয়েটার আর্টসে প্রকাশিত হয় তাঁর ছবি। ২০০৮-এ ভারতীয় ডাক বিভাগ তাঁর নামে স্ট্যাম্প প্রকাশ করে।

মাদাম তুসোয় জায়গা করে নেওয়া বলিউড অভিনেতা অভিনেত্রীদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্যা রাই বচ্চন, সলমন খান, ক্যাটরিনা কাইফ, মাধুরী দীক্ষিত, হৃতিক রোশন ও করিনা কপূর। রয়েছেন গায়িকা আশা ভোঁসলে আর শ্রেয়া ঘোষালও।