কলকাতা: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'কুলের আচার' (Kuler Achaar) ছবির 'ভুল করেছে ভুল' (Bhul Korechhe Bhul)। মুক্তির পর থেকেই গানটি সমাদৃত। শ্রোতাদের মন জয় করেছে এই গান। এবার সেই কারণে শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে মজার ভিডিও পোস্ট করলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar) ও বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। 


মধুমিতা-বিক্রমের ধন্যবাদ


কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'ভুল করেছে ভুল' গানটি। ইউটিউবে গানটি ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে ৫ লক্ষ ভিউজ। যারপরনাই খুশি বিক্রম ও মধুমিতা। তাই শিস দিয়ে এই গানে তাল মেলান পর্দার দম্পতি। ধন্যবাদ জানালেন শ্রোতাদের। 


সবুজ চুড়িদার, মাথায় হাল্কা সিঁদুরে মধুমিতা, অন্যদিকে চেক শার্টে বিক্রম। দর্শকদের ইতিমধ্যেই মন জয় করেছে এই জুটি। এবার ১৫ জুলাই পর্দায় আসার অপেক্ষায়। ২৮ জুন মুক্তি পাচ্ছে ছবির ট্রেলার। 


 






সম্পর্কের গান


প্রসেনের দলবলের বানানো, মহতিম শাকিব ও মধুবন্তী বাগচির কণ্ঠে মুক্তি পেয়েছে 'ভুল করেছে ভুল'। মানুষের জীবনে সুখ দুঃখ সবই সাময়িক। কোনও কিছুই স্থায়ী নয়। সবই পদ্মপাতার জলের মতোই অস্থায়ী। আর এই ছোট ছোট সুখ দুঃখ নিয়েই সিনেমা 'কুলের আচার'। মধুমিতা সরকার, বিক্রম চট্টোপাধ্য়ায়, ইন্দ্রাণী হালদার, সুজন মুখোপাধ্যায় অভিনীত এই সিনেমাটিতে ফুটে উঠবে এক পরিবারের গল্প।


আরও পড়ুন: Yuvaan: ধুতি পরে ঢাক বাজাতে চাইছে ইউভান, রাজের পোস্ট দেখে অবাক নেটিজেনরা


এই গানটিতে বিক্রম ও মধুমিতার সম্পর্কের এক অন্যধরনের আঙ্গিক দেখা যায়। তাঁদের সম্পর্কের ভাঙন স্পষ্ট হবে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরনো সুখের দিন মনে পড়ার গান। এই গান বিরহের।