মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেত্রী করিশ্মা কপূরের (Karisma Kapoor Birthday)। বলিউডে বহু হিট ছবিতে অভিনয় করেন তিনি। 'রাজা হিন্দুস্তানি' থেকে 'দিল তো পাগল হ্যায়'। কিংবা আরও অনেক সুপারহিট ছবিতে অভিনয় করে দর্শকের মন জিতে নেন। বর্তমানে খুব বেশি পর্দায় দেখা যায় না করিশ্মাকে। জানা গিয়েছে শীঘ্রই পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, 'রাজা হিন্দুস্তানি' ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন না করিশ্মা কপূর। বরং নির্মাতারা চেয়েছিলেন ঐশ্বর্য রাই এই ছবি দিয়ে বলিউডে পা রাখুন। কিন্তু ঐশ্বর্য রাজি হননি এই ছবি করতে। পরবর্তীকালে প্রস্তাব যায় করিশ্মার কাছে। আর বাকিটা ইতিহাস। ছবির গল্প থেকে গান, দুর্দান্ত সাফল্য পায়। বক্স অফিস কালেকশনেও নজর কাড়ে। আর নজর কাড়েন করিশ্মা কপূর। এই ছবির জন্য পুরস্কৃতও হন। কিন্তু জানেন কি এমন বহু বলিউড ছবির প্রস্তাব ছেড়ে দেন করিশ্মা (Karisma Kapoor), যাতে পরবর্তীকালে অন্য অভিনেত্রী অভিনয় করেন। এবং ছবিও সুপারহিট হয়। আর সেই অভিনেত্রীরাও জনপ্রিয়তার শিখরে পৌঁছন।
যে সুপারহিট বলিউড ছবিগুলির প্রস্তাব ছাড়েন করিশ্মা কপূর-
১. জুদাই- শ্রীদেবী এবং অনিল কপূরের জনপ্রিয় ছবি 'জুদাই'। এই ছবিতে দেখা যায় উর্মিলাকেও। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, উর্মিলা যে চরিত্রে অভিনয় করেন, তার জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন করিশ্মা। তিনি রাজি না হওয়ায় অভিনয় করেন উর্মিলা।
২. বরসাত- বলিউড অভিনেত্রী টুইঙ্কল খন্নার আত্মপ্রকাশ হয় 'বরসাত' ছবি দিয়ে। বিপরীতে দেখা যায় ববি দেওলকে। জানা যায়, এই ছবির নায়িকার চরিত্রে প্রথম প্রস্তাব গিয়েছিল করিশ্মা কপূরের কাছেই।
আরও পড়ুন - Aftab Shivdasani Birthday: তাঁর থেকে কম বয়সের কোনও বলি তারকাকে পর্দায় দেখা যায়নি, জানুন আফতাবের অজানা তথ্য
৩. ইশক- জুহি চাওলা, আমির খান, কাজল এবং অজয় দেবগন অভিনীত 'ইশক' ছবিটি বক্স অফিসে যেমন সাফল্য পেয়েছিল, তেমনই দর্শকের মনেও জায়গা করে নেয়। এই ছবিতে জুহি চাওলার অভিনীত চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন করিশ্মা। কিন্তু তিনি এই ছবির প্রস্তাব খারিজ করে দেন।
৪. কুছ কুছ হোতা হ্যায়- কর্ণ জোহরের প্রথম পরিচালিত ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-এর জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। আজও এই ছবির গান থেকে ডায়লগ দর্শকের মুখস্ত। এই ছবিতে 'টিনা' চরিত্রটির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন টুইঙ্কল খন্না। তিনি রাজি না হওয়ায় প্রস্তাব যায় উর্মিলা, তব্বু, রবিনা ট্যান্ডন এবং করিশ্মা কপূরের কাছে। কেউ রাজি না হওয়ায় 'টিনা' চরিত্রে অভিনয় করে বাজিমাত করেন রানি মুখোপাধ্যায়।
৫. অশোকা- জানলে অবাক লাগবে শাহরুখ খান এবং করিনা কপূর খান অভিনীত 'অশোকা' ছবির জন্য নায়িকার চরিত্রে নির্মাতারা চেয়েছিলেন করিশ্মা কপূরকে। কিন্তু তিনি রাজি হননি। পরবর্তীকালে তাঁর বোন করিনা অভিনয় করেন এবং প্রশংসিত হন।