মুম্বই: করোনার (Coronavirus) তৃতীয় ঢেউয়ে দেশের বিভিন্ন প্রান্তে সংক্রমিতের হার রোজ ক্রমশ বাড়ছে। আক্রান্ত (Covid Positive) হচ্ছেন বহু মানুষ। বাদ যাচ্ছেন না তারকারাও। টিকাকরণ (Covid Vaccine) হয়ে যাওয়ার পরও অনেকে করোনা আক্রান্ত হচ্ছেন। দিল্লি এবং মহারাষ্ট্রে প্রতিদিন প্রচুর মাত্রায় করোনা সংক্রমিতের সন্ধান মিলছে। জানা যাচ্ছে এমনটাই। আক্রান্তদের মধ্যে রয়েছেন বহু তারকা। এবার সেই করোনা (Covid19) আক্রান্ত তারকাদের তালিকায় নাম লেখালেন জনপ্রিয় পরিচালক মধুর ভাণ্ডারকর (Madhur Bhandarkar)। সম্পূর্ণ টিকাকরণ হয়ে যাওয়ার পরও তিনি করোনা আক্রান্ত হলেন। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এমনটাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানালেন 'ফ্যাশন' পরিচালক (Madhur Bhandarkar Covid Positive)।


আরও পড়ুন - Jacqueline Fernandes Instagram: ফের ব্যক্তিগত ছবি ভাইরাল, মিডিয়ার কাছে বিশেষ অনুরোধ জ্যাকলিনের


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পরিচালক মধুর ভাণ্ডারকর লেখেন, 'আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। সম্পূর্ণভাবে টিকাকরণ হয়ে গিয়েছে। তারপরও সামান্য কিছু উপসর্গ দেখা দিয়েছে। আমি ইতিমধ্যেই নিজেকে আইসোলেশনে রেখেছি। যাঁরা এর মধ্যে আমার সংস্পর্শে এসেছেন, প্রত্যেককে অনুরোধ জানাব তাঁরা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন। প্রত্যেকে সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আর সমস্ত করোনাবিধি মেনে চলুন।' মধুর ভাণ্ডারকরের এই পোস্টের পরই অনুরাগীদের দ্রুত আরোগ্য কামনা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। 




করোনা আক্রান্ত বলিউডের একাধিক তারকা। কিছুদিন আগেই করোনা সংক্রমিত হন করিনা কপূর খান, অমৃতা অরোরা, সোহেল খানের স্ত্রী সীমা খান, 'জার্সি' অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, অর্জুন কপূর ও তাঁর বোন অংশুলা, একতা কপূর, স্বরা ভাস্কর, জন আব্রাহাম ও তাঁর স্ত্রী। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সস্ত্রীক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। যদিও তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন। হাসপাতালের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে যে, পরিচালকের অবস্থা এখন স্থিতিশীল।