তাঁর অনুরাগীরা তো বটেই, বিশেষ বার্তা দিয়ে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মাধুরীর স্বামী শ্রীরাম নেনে। ইনস্টাগ্রামে মাধুরীর ছবি দিয়ে একটি আবেগী বার্তা দিয়েছেন নেনে। দেখুন!
শুধু তিনিই নন, মাধুরীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই।
দেখুন, রীতেশ দেশমুখের বার্তা।
দেখুন, কী লিখেছেন মণীশ পল।
মাধুরীর স্বামী ডা. নেনে নিজেকে প্রচারের আলো থেকে দূরেই রাখেন সাধারণত। তবে ১৯৯৯ এ মাধুরীর সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকেই সবসময় স্ত্রীর পাশে থেকেছেন তিনি। মাধুরীর দুই ছেলে আরিন ও রায়ানও খুব একটা লাইমলাইটে আসে না। তবে সোশ্যাল মিডিয়ায় পারিবারিক ছবিতে প্রায়ই একসঙ্গে পাওয়া যায় তাদের।