মুম্বই: সদ্যপ্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বদলে কর্ণ জোহরের আগামী ছবি ‘শিদ্দাত’-এ অভিনয় করতে পারেন মাধুরী দীক্ষিত। এ বিষয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। কর্ণর সঙ্গে মাধুরীর সম্পর্ক খুব ভাল। তাই শ্রীদেবীকে শ্রদ্ধা জানানোর জন্য এই ছবিতে অভিনয় করতে পারেন মাধুরী।
কর্ণর এই ছবি নিয়ে শ্রীদেবী অত্যন্ত আগ্রহী ছিলেন। ছবিটির বিষয়ে যাবতীয় পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছিল। দু-একমাসের মধ্যেই শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কর্ণর ঘনিষ্ঠমহল সূত্রে শোনা যাচ্ছিল, শ্রীদেবীর অকালমৃত্যুতে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন, এই ছবির পরিকল্পনা বাতিল করে দেওয়ার কথা ভাবছিলেন। তবে এখন সেই ভাবনা বদলে গিয়েছে।
‘শিদাত’-এ বরুণ ধবন, আলিয়া ভট্ট, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা ও আদিত্য রায় কপূরও অভিনয় করবেন বলে জানা গিয়েছে। ছবিটি পরিচালনা করবেন ‘টু স্টেটস’-খ্যাত অভিষেক বর্মন। এই নিয়ে কর্ণর চতুর্থ ছবিতে কাজ করবেন বরুণ।
কর্ণ জোহরের ছবিতে শ্রীদেবীর বদলে মাধুরী?
Web Desk, ABP Ananda
Updated at:
11 Mar 2018 10:48 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -