নয়াদিল্লি: হাসপাতাল থেকে ছাড়া পেলেন 'পপ আইকন' ম্যাডোনা (Pop Icon Madonna)। গায়িকার শরীরে ব্যাক্টেরিয়ার সংক্রমণের (Bacterial Infection) বাড়াবাড়ি হওয়ার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। এখন শোনা যাচ্ছে 'বাড়িতেই রয়েছেন' ম্যাডোনা। 


বাড়িতে ফিরেছেন ম্যাডোনা 


শিল্পীর এক ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, সপ্তাহান্তে গায়িকাকে 'সাংঘাতিক' সংক্রমণের কারণে ভর্তি করা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। এখন তিনি অনেকটা সুস্থ এবং তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। অপর এক সূত্রের খবর, গায়িকা 'এখন অনেকটাই সুস্থ বোধ করছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন'। 


আন্তর্জাতিক বিনোদন পত্রিকা 'দ্য ইন্ডিপেন্ডেন্ট'-এর তরফে ম্যাডোনার ট্যুর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হয়। গাই ওসেইরি জানান, গত বুধবার, ২৮ জুন, ৬৪ বছর বয়সী 'এক্সপ্রেস ইওরসেল্ফ' গায়িকার শরীরে সপ্তাহান্তে ব্যাক্টেরিয়ার সংক্রমণ ধরা পড়ে। যার ফলে তাঁকে 'একাধিক দিন আইসিইউ'তে কাটাতে হয়। 


আপাতত ম্যাডোনা অনেকটাই সুস্থ বলে খবর। তবে সম্পূর্ণ সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত 'পূর্ব পরিকল্পিত সমস্ত কাজ স্থগিত' রেখেছেন তিনি। খুব শীঘ্রই ট্যুর শুরু করার কথা ছিল তাঁর। পিছিয়ে দেওয়া হয়েছে সেই তারিখও। 


কানাডায় আগামী ১৫ জুলাই থেকে সর্বোচ্চ হিট শো 'দ্য সেলিব্রেশন ট্যুর' শুরু করার কথা ছিল পপ ক্যুইন ম্যাডোনার। তবে তা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। ট্যুর শুরুর নতুন তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে খবর সূত্রের। ম্যাডোনার দ্রুত আরোগ্য কামনা করেছেন রিটা উইলসন, মিশেল ভাইজ্যাগের মতো তারকারা। 


 






আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?


'দ্য সেলিব্রেশন ট্যুর'-এ শোনা যাবে চার দশকব্যাপী ম্যাডোনার বিভিন্ন ক্যাটালগ থেকে একাধিক জনপ্রিয় গান। অক্টোবর ও ডিসেম্বরে শিল্পীর ব্রিটেনে পৌঁছনোর কথা ছিল। এই ট্যুরকে 'অনন্য' অনুষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ট্যুরের সকল অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ড্র্যাগ ক্যুইন ববের, যাঁর আসল নাম কল্ডওয়েল টিডিক্যু। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial