মাদুরাই: ধনুষ তাঁদেরই সন্তান, দাবি এক বৃদ্ধ দম্পতির। নিজেদের ধনুষের আসল বাবা-মা বলে দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। দায়ের করেছেন পিটিশন। ধনুষকে তলব করেছে মাদুরাইয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। আগামী বছর ১২ জানুয়ারির আগে তাঁকে আদালতে দেখা করতে বলা হয়েছে।

মালামপাট্টির বাসিন্দা কাঠিরেসান এবং মীনাক্ষী নামে ওই দম্পতি ধনুষের বার্থ সার্টিফিকেটও পেশ করেছেন আদালতে। প্রমাণস্বরূপ ধনুষের ছোটবেলার বেশ কিছু ছবিও দেখিয়েছেন তিনি। তাঁদের দাবি, ধনুষ তাঁদেরই ছেলে। তাঁর আসল নাম কালিসেবান। কালিসেবান মেলুরের আর সি হায়ার সেকেন্ডারি স্কুল এবং গর্ভনমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেছে। বৃদ্ধ দম্পতির পড়াশোনায় খারাপ ফল করায় বাড়ি ছেড়ে চলে যান তাঁদের ছেলে। এরপর চেন্নাইতে এসে নাম পাল্টে ধনুষ নামে অভিনয় জগতে প্রবেশ করেন। তাঁদের আরও অভিযোগ, অভিনয় জগতে খ্যাতি অর্জনের পর একবারও মা বাবার সঙ্গে দেখা করেননি কালিসেবান। তাঁরা দেখা করতে গেলেও দেখা করেননি ছেলে, অভিযোগ ওই দম্পতির। ছেলেকে ফিরে পেতে পুলিশ এবং মুখ্যমন্ত্রীর বিশেষ সেলেও অভিযোগ জানিয়েছেন তাঁরা। কাঠিরেসান, যিনি নিজেকে ধনুষের বাবা বলে দাবি করেছেন, তিনি পেশায় বাস কন্ডাকিটর। তাঁর স্ত্রী মীনাক্ষীদেবী ধনুষের কাছ থেকে মাসে ৬৫,০০০ টাকা আর্থিক সাহায্য চান বলে আদালতে জানিয়েছেন।

ধনুষের পারিবারিক বৃত্তান্ত:

পরিচালক কস্তুরী রাজা এবং বিজয়লক্ষ্মীর ছোট ছেলে ধনুষ। তাঁর দাদা সেলভারাঘবনও চিত্রপরিচালক। তামিল ছবির পাশাপাশি বলিউড ছবিতেও অভিনয় করেছেন ধনুষ। সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যর সঙ্গে ২০০৪-এ বিয়ে হয় তাঁর। দুই সন্তান রয়েছে ধনুষের।