ছবি বোদ্ধা তরণ আদর্শ জানাচ্ছেন, গৌরী শিন্ডে পরিচালিত এই ছবি দেশের মাল্টিপ্লেক্সগুলিতে ভালই ব্যবসা শুরু করেছে। ‘ডিয়ার জিন্দেগি’ প্রমোট, স্থূলতা বিরোধী প্রচার- সবই সারলেন সলমন খান, একটাই টুইটার পোস্টে!
ABP Ananda, Web Desk | 27 Nov 2016 04:24 PM (IST)
মুম্বই: সলমন ও শাহরুখ খানের মাখামাখি চোখে পড়ার মত বেড়ে গিয়েছে। কিছুদিন আগেও দুই নায়ক দু'জনের ছায়া মাড়াতেন না। আর এখন তাঁরাই পরস্পরের প্রতি ভালবাসা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন। সলমন খানের কথাই ধরুন। বিশ্ব স্থূলতা বিরোধী দিবস উপলক্ষ্যে টুইটারে একটি পোস্ট করেছেন সল্লু ভাই। নিজের একটি ছবি দিয়েছেন। একইসঙ্গে ফ্যানদের অনুরোধ করেছেন ‘ডিয়ার জিন্দেগি’ দেখতে।