সলমন খানের কথাই ধরুন। বিশ্ব স্থূলতা বিরোধী দিবস উপলক্ষ্যে টুইটারে একটি পোস্ট করেছেন সল্লু ভাই। নিজের একটি ছবি দিয়েছেন। একইসঙ্গে ফ্যানদের অনুরোধ করেছেন ‘ডিয়ার জিন্দেগি’ দেখতে।
ছবি বোদ্ধা তরণ আদর্শ জানাচ্ছেন, গৌরী শিন্ডে পরিচালিত এই ছবি দেশের মাল্টিপ্লেক্সগুলিতে ভালই ব্যবসা শুরু করেছে।