মুম্বই: দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে জল্পনা। ‘মহাভারত’-এর গল্প নাকি ফুটে উঠবে বলিউডের রুপোলি পর্দায়। কানে এসেছে অনেক পরিকল্পনার কথাও। এমনকি মূল ভূমিকায় কারা অভিনয় করবে তার সম্ভাব্য নাম ঠিক হয়ে গেছে আগেই। তবে আমির খানের স্বপ্নের এই প্রোজেক্টে ফের আসতে চলেছে এক নতুন চমক।
সূত্রের খবর, আমিরের বিগ বাজেট এই ফিল্মে যোগ দিচ্ছেন বিজয়েন্দ্র প্রসাদ। ‘বাহুবলী’ ও ‘বজরঙ্গী ভাইজান’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন এই বিজয়েন্দ্রই।
‘মহাভারত’ এর বোর্ডে থাকার বিষয়টি বিজয়েন্দ্র নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেছেন, আপাতত ‘মহাভারত’ ছবিটি নিয়ে আমির খানের সাথে তাঁর কথাবার্তা চলছে। তবে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বর্তমানে করোনা পরিস্থিতির জেরে থমকে রয়েছে শ্যুটিং-এর কাজ। টিনসেল টাউনের মহাভারত নিয়ে এখনও নতুন করে মুখ খুলতে নারাজ আমির। মাল্টি-স্টারকাস্ট এই ছবির জন্য অনুরাগীদের অপেক্ষার মেয়াদ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।
আমিরের মহাভারত-এ ‘বাহুবলী’-র চিত্রনাট্য লেখক?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jun 2020 05:09 PM (IST)
আমিরের বিগ বাজেট এই ফিল্মে যোগ দিচ্ছেন বিজয়েন্দ্র প্রসাদ।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -