নয়াদিল্লি: করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশজুড়ে চলছে লকডাউন। আর এমন একটা সময়ে রামানন্দ সাগরের রামায়ণ-এর সঙ্গে দূরদর্শনের পর্দায় ফিরে এসেছে মহাভারত সিরিয়ালও। আর এর সূত্রেই মহাভারত-এর নীতীশ ভরদ্বাজ, মুকেশ খন্না, গজেন্দ্র চৌহান, রূপা গঙ্গোপাধ্যায়ের মতো শিল্পীরা ফের চলে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দূরদর্শনের পর্দায় প্রত্যাবর্তনে টিআরপি-র ক্ষেত্রে ভালো সাড়া জাগিয়েছে এই সিরিয়াল। রামায়ণ-এর পর সবচেয়ে বেশি টিআরপি মহাভারত সিরিয়ালের। রামায়ণ, মহাভারত যখন প্রথম সম্প্রচারিত হয়েছিল তখন সোশ্যাল মিডিয়ার রমরমা ছিল না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় এই দুই সিরিয়াল নিয়ে জোর চর্চা চলছে। সম্প্রতি মহাভারত সিরিয়ালে একটি ‘ত্রুটি’ নিয়ে জোর চর্চা চলছে। সম্প্রতি মহাভারত-এর একটি পর্ব দেখার পর অনেকেই কিছুটা হতবাক হয়ে গিয়েছিলেন। ওই পর্বের একটি দৃশ্যে এয়ার কুলার দেখা গিয়েছে বলে কেউ কেউ দাবি করেছিলেন। তাঁরা বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ‘দ্বাপর যুগে’ ‘ভীষ্ম পিতামহ’-র পিছনে এয়ার কুলার! আর ভীষ্ম তথা মুকেশ খন্নার পিছনে এয়ার কুলারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
কিন্তু যে ছবি নিয়ে এত চর্চা, সেই ছবিতে ভীষ্মর পিছনে আসলে কিন্তু কোনও এয়ার কুলার নেই। বরং তা একটি স্তম্ভ। ব্যাকগ্রাউন্ডের দৃশ্যে তা দেখানো হয়েছিল। এই ছবি শেয়ার করে এক ইউজার সমগ্র জল্পনায় জল ঢেলে দিয়েছেন।