কলকাতা: ৮ এপ্রিল বড়পর্দায় আসছে অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত 'মহানন্দা' (Mahananda)। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি মুক্তির খবর নিজেই জানালেন পরিচালক। মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন গার্গী রায়চৌধুরী (Gargee RoyChowdhury)।
একটু আগেই সোশ্যাল মিডিয়ায় 'মহানন্দা'-র পোস্টার পোস্ট করেন পরিচালক অরিন্দম শীল। লেখেন, 'আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি, ২০২২ সালের ৮ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'মহানন্দা'। মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত এই ছবি দেখতে পাবেন আপনাদের সবচেয়ে কাছের প্রেক্ষাগৃহে।
মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী। পোস্টার মুক্তির দিন সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, 'আমার নতুন ছবি 'মহানন্দা'-র পোস্টার সবার সঙ্গে ভাগ করে নিতে আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই ছবিটি জনপ্রিয় লেখিকা ও সমাজকর্মী মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত। এই ছবিটি সত্যিই আমার মনের ভীষণ কাছের। চলতি বছরেই মুক্তি পাবে 'মহানন্দা'। এই ছবিটির জন্য আপনাদের সকলের শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদের প্রয়োজন আমাদের।' এর আগে মহাশ্বেতা দেবীর 'লুক'-এ সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: ছকভাঙা বিয়ের গল্প আনছেন রাজকুমার-ভূমি, মুক্তি পেল 'বধাই দো' ছবির ট্রেলার
গার্গীর লুক নিয়ে আলোচনা হয়েছে, প্রশংসায় ভেসেছেন অভিনেত্রী। কতটা খুশি?এবিপি লাইভকে অভিনেত্রী বললেন, 'আমি ছোট থেকে শিখেছি খুশি ভাগ করে নিতে হয়। তাই কেবল নিজের জন্য নয়, গোটা টিম 'মহানন্দা'-র জন্যই আমি ভীষণ ভীষণ খুশি। তবে মনের কোনে একটা ভয়ও কাজ করছে। পোস্টারে আমার লুক মানুষের ঠিক যতটা ভালো লেগেছে, ছবিটা ঠিক ততটাই ভালো লাগবে তো? অনেক যত্ন করে, ভালোবেসে ছবিটায় কাজ করেছেন সবাই।'
এই ছবিতে বিধান ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। কেবল মহাশ্বেতা দেবীর জীবন নয়, এই ছবির একটি বড় অংশ জুড়ে থাকবে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট। ছবির পোস্টারেই সেই আভাস পাওয়া গিয়েছে। গার্গীর ছবির পাশে পোস্টারে দেখা যাচ্ছে একদল লোক মশাল নিয়ে ছুটে আসছে।