কলকাতা: ভাষা দিবসে প্রকাশ পেল অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত 'মহানন্দা' (Mahananda) ছবির দ্বিতীয় অফিসিয়াল টিজার। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargee RoyChowdhury)। 


মহাশ্বেতা দেবীর জীবনের ওপর তৈরি হচ্ছে সিনেমাটি। টিজার জুড়ে বাংলা ভাষার মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। মহাশ্বেতা দেবীর সময়ের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, তার ফলে যে কঠিন পরিবেশ তৈরি হয়েছিল তার ঝলকও মিলল টিজারে।


ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "মোদের গরব.. মোদের আশা.. আ মরি বাংলা ভাষা!" আন্তর্জাতিক ভাষা দিবসে, "মহাশ্বেতা দেবীর" জীবন আধারিত ছবি "মহানন্দা"র দ্বিতীয় টিজার'টি প্রকাশিত হল..'



গত ৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ছবির প্রথম টিজার। 'মহানন্দা' বলবে এমন এক গল্প যা মহান লেখিকা, সমাজকর্মী ও শিক্ষাবিদ মহাশ্বেতা দেবীর জীবন ও সময় থেকে অনুপ্রাণিত।  


গার্গী ছাড়াও ছবিতে রয়েছেন ইশা সাহা, দেবশঙ্কর হালদার, অর্ণ মুখোপাধ্যায় প্রমুখরা। ছবির টিজারে দেখা মেলে এক উত্তপ্ত বঙ্গের।


আরও পড়ুন: Raj Chakraborty Birthday: রাজ চক্রবর্তীর জন্মদিনে রোম্যান্টিক ছবি ও বিশেষ বার্তা শুভশ্রীর


৮ এপ্রিল বড়পর্দায় আসছে অরিন্দম শীল পরিচালিত 'মহানন্দা'। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি মুক্তির খবর নিজেই জানান পরিচালক। সোশ্যাল মিডিয়ায় 'মহানন্দা'-র পোস্টার পোস্ট করেন পরিচালক অরিন্দম শীল। লেখেন, 'আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি, ২০২২ সালের ৮ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'মহানন্দা'। মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত এই ছবি দেখতে পাবেন আপনাদের সবচেয়ে কাছের প্রেক্ষাগৃহে।'


পোস্টার মুক্তির দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গার্গী। সঙ্গে লেখেন, 'আমার নতুন ছবি 'মহানন্দা'-র পোস্টার সবার সঙ্গে ভাগ করে নিতে আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই ছবিটি জনপ্রিয় লেখিকা ও সমাজকর্মী মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত। এই ছবিটি সত্যিই আমার মনের ভীষণ কাছের।'


এই ছবিতে বিধান ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। কেবল মহাশ্বেতা দেবীর জীবন নয়, এই ছবির একটি বড় অংশ জুড়ে থাকবে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট। ছবির পোস্টারের পর টিজারেও সেই আভাস পাওয়া গেল।