সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাত পোহালেই পুরসভা নির্বাচন। তারা আগে মারা গেলেন ভাটপাড়ার (Bhatpara News) সিপিএম n(CPM) প্রার্থী বাবলি দে। সেখানকার তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে পুরসভা নির্বাচনে (WB Municipal Polls 2022) নাম লিখিয়েছিলেন বাবলিদেবী। তাঁর মৃত্যুতে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকবে। অর্থাৎ আপাতত সেখানকার মানুষ ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করতে পারবেন না।
দিন তিনেক আগেও প্রচারে দেখা গিয়েছিল বাবলিদেবীকে (North 24 Parganas News)। তার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। জানা যায়, মস্তিষ্কে রক্তরক্ষরণ শুরু হয়েছে তাঁর। তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শনিবার ভোরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাবলিদেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
দীর্ঘ দিন ধরে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বাবলিদেবী। সিপিএম-এরমজদুর সংগঠনের কেন্দ্রীয় কমিটিরও অংশ ছিলেন। ওয়াবারলি জুট মিল খোলার দাবিতে সম্প্রতি আন্দোলনেও নামতে দেখা গিয়েছিল তাঁকে। সিটুর রাজ্য কমিটিতেও সামিল ছিলেন।
আরও পড়ুন: Murshidabad News: মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে বোমা, কাঠগডায় কংগ্রেস
রবিবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি ১০৮ পুরসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। ইতিমধ্যেই তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ১২ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
তবে পুরভোটের এক দিন আগেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক হিংসা এবং অশান্তির খবর উঠে আসছে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে শুক্রবার রাতে মোটর সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহবুব আলম। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। মেহবুব জানিয়েছেন, তিনি অল্পের জন্য বেঁচে ফিরেছেন। ঘটনার পরই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে ফিরে আসেন বাড়িতে।