প্রিয়ঙ্কা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন।
নিকও শেয়ার করেছেন করওয়া চৌথের দুটি ছবি। লিখেছেন, আমার স্ত্রী ভারতীয়, হিন্দু। সে সব ব্যাপারে অসামান্য। তার সংস্কৃতি ও ধর্ম নিয়ে কত কিছু শিখিয়েছে আমাকে। আমি তাকে ভালবাসি, সম্মান করি, আপনারা দেখতে পাচ্ছেন, এক সঙ্গে আনন্দ করছি আমরা। সবাইকে করওয়া চৌথের শুভেচ্ছা।
সদ্য মুক্তি পেয়েছে প্রিয়ঙ্কার দ্য স্কাই ইজ পিঙ্ক। ছবিটি বক্স অফিসে বিশেষ ভাল না চললেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এরপর তাঁকে দেখা যাবে রাজকুমার রাওয়ের সঙ্গে একটি ওয়েব সিরিজে।