মুম্বই: 'রাজনৈতিক ফায়দা তোলার জন্য সুশান্তের মৃত্যু নিয়ে এবার রাজনীতি শুরু হয়েছে'। অভিযোগ করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তাঁর মতে,
'পেশাদারিত্বের সঙ্গে ঘটনাটির তদন্ত করছে মহারাষ্ট্র পুলিশ। তাঁরা প্রতিটি দিক খতিয়ে দেখে সত্যিটা বের করে আনার চেষ্টা করছে।'

সুশান্ত মৃত্যুর পর থেকেই তাঁর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আত্মহত্যা নাকি খুন, তাই নিয়েও বিতর্ক ছড়িয়েছে দাবানলের মতো। বলিউডের একাংশই বারবার ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছে। সেই দাবিতে গলা মিলিয়েছে দেশের লাখ লাখ মানুষ। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ট্রেন্ডিং হয়েছে #CBIForSushantSinghRajput এর মতো হ্যাশ ট্যাগ। 


এখনও পর্যন্ত সুশান্ত মৃত্যুর ঘটনায় তদন্ত করছে মুম্বই ও বিহার পুলিশ। দুই রাজ্যের পুলিশ আলাদা ভাবেই শুরু করে তদন্ত। পটনায় সুশান্তের বাবার অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে বিহার পুলিশ।  মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে তদন্তে   অসহযোগিতার অভিযোগ তোলে বিহার পুলিশ। এর মাঝেই পটনা সেন্ট্রালের এসপি দাবি করেন সুশান্ত সিং মৃত্যুর তদন্ত সঠিক পথে এগোচ্ছে।  বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে জানান, 'ময়নাতদন্তের বিস্তারিত রিপোর্ট পাইনি, সিসিটিভি ফুটেজ কিংবা অন্যান্য তথ্য, যেগুলি মুম্বই পুলিশ তদন্তে নেমে সংগ্রহ করেছিল, সেইসবও দেওয়া হয়নি, আমাদের মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে অনুরোধ করেছেন, যাতে তাঁর পুলিশ সহযোগিতা করে।'


সিবিআই তদন্তের পক্ষে জোরাল সওয়াল করেছেন মোদি মন্ত্রিসভার সদস্য ও বিহারের আরার বিজেপি সাংসদ আর কে সিং।

অন্যদিকে, মুম্বই পুলিশের শীর্ষকর্তাদের নিয়ে বৈঠক করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেখানে সুশান্তের মৃত্যুর তদন্তের অগ্রগতি নিয়েও আলোচনা হয় বলে সূত্রের খবর।