মুম্বই: মহেশ ভট্টের বিরুদ্ধে ভিডিও পোস্ট করে মারাত্মক অভিযোগ আনলেন এক অভিনেত্রী। লুভিয়েনা লোধ নামে ওই অভিনেত্রী ভিডিওতে নিজেকে মহেশের ভাগ্নে সুমিত সাবরওয়ালের স্ত্রী বলে পরিচয় দিয়েছেন। বলিউডের নামী পরিচালক মহেশকে ‘ইন্ড্রাস্ট্রির সবচেয়ে বড় ডন’ তকমা দিয়েছেন তিনি। মহেশ তাঁকে ক্রমাগত হেনস্থা করে চলেছেন বলেও দাবি করেছেন লুভিয়েনা। বলেছেন, সুমিত বিভিন্ন অভিনেতাদের মাদক ও মহিলা সাপ্লাই দেন। মহেশ এসবই জানেন।
সুমিতকে তিনি ডিভোর্স দিতে চান, কিন্তু ভট্ট পরিবার তাঁকে হেনস্থা করছে বলে অভিযোগ এনেছেন লুভিয়েনা। তাঁর দাবি, মহেশ ভট্ট এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডন। এই সিস্টেমটা তিনিই চালান। লুভিয়েনা ভিডিওতে বলেছেন, ওঁর কথা মতো, নির্দেশ মেনে না চললে আপনার জীবন নরক করে ছাড়বেন মহেশ। কাজ থেকে ছাড়িয়ে অনেকেরই জীবন শেষ করেছেন উনি। ওনার একটা ফোনেই লোকের কাজ চলে যায়।
এদিকে লুভিয়েনার বিরুদ্ধে মহেশ আইনি ব্যবস্থা গ্রহণের তোড়জোড় করছেন বলে খবর। তাঁর সংস্থা বিশেষ ফিল্মসের আইনি উপদেষ্টার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, জনৈক লুভিয়েনা লোধ প্রকাশিত ভিডিওর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের মক্কেল মহেশ ভট্টের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করছি। এহেন অভিযোগ কেবলমাত্র মিথ্যা, মানহানিকরই নয়, আইনের চোখে তার মারাত্মক পরিণতিও অবশ্যম্ভাবী। আমাদের মক্কেল আইনের পথেই ব্যবস্থা নেবেন।
মহেশ ভট্টর মেয়ে পূজা ভট্ট লুভিয়ানার দাবি খারিজ করেছেন। তাঁর স্বামী মহেশ ভট্টর আত্মীয় বলে যে দাবি লুভিয়েনা করেছেন, তা নস্যাৎ করে দিয়েছেন পূজা। সড়ক সিনেমার অভিনেত্রী লিখেছেন, লুভিয়েনার দাবি, তিনি সুমিত সাবারওয়ালকে বিয়ে করেছিলেন। সেই সুমিত কোনও ভাবেই মহেশ ভট্টর সঙ্গে সম্পর্কিত নন। পূজা আরও বলেছেন, সুমিত বিশেষ ফিল্মসের প্রোডাকশন ম্যানেজার।
ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডন! ওঁর একটা ফোনেই কাজ চলে যায়, মহেশ ভট্টকে নিশানা অভিনেত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Oct 2020 01:32 PM (IST)
মহেশ ভট্টের বিরুদ্ধে ভিডিও পোস্ট করে মারাত্মক অভিযোগ আনলেন এক অভিনেত্রী। লুভিয়েনা লোধ নামে ওই অভিনেত্রী ভিডিওতে নিজেকে মহেশের ভাগ্নে সুমিত সাবরওয়ালের স্ত্রী বলে পরিচয় দিয়েছেন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -