নয়াদিল্লি: অপ্রত্যাশিত ঘটনার মুখে পড়লেন টিভি অভিনেত্রী মাহি ভিজ। ‘বালিকা বধূ’ সিরিয়ালে তাঁকে শেষবারের মতো দেখা গিয়েছিল। ঘটনার আকস্মিকতায় হতচকিত হলেও মুখের মতো জবাবটাও দিয়েছেন তিনি। আসলে একটি নাইট ক্লাবে তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল এক দুষ্কৃতী। স্বামী জয় ভানুশালীর সঙ্গে ওই নাইটক্লাবে পার্টিতে গিয়েছিলেন মাহি। একটি সংবাদমাধ্যমকে মাহি বলেছেন, ‘আমি ওয়াশরুমে গিয়েছিলাম। টেবিলে ফিরে আসার পথে একজন আমাকে জড়িয়ে ধরল। আমি প্রচণ্ড রেগে গিয়ে ওর গালে সপাটে দুবার চড় কষিয়ে দিই। এরপরও ওই ব্যক্তির মুখে কোনও অনুতাপের ছায়া পড়েনি। আমি ছুটে জয়ের কাছে গিয়ে ওই লোকটাকে জব্দ করতে বলি। কিন্তু এরইমধ্যে সে চম্পট দেয়। আমি ওই লোকটাকে চিনতে পারিনি। তাই ওর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করতে পারিনি’।
লোকটি ধরা না পড়ায় খেদ ব্যক্ত করেছেন মাহি। তিনি বলেছেন, এরা আমাদের সমাজকে কলুষিত করছে। ওকে আমি শিক্ষা দিতে পেরে খুশি। শুধু ধরা পড়ার আগে লোকটার পালিয়ে যাওয়া আমার কাছে আফসোসের বিষয়।
নাইটক্লাবে শ্লীলতাহানি, কষিয়ে চড় এই টিভি অভিনেত্রীর
ABP Ananda, web desk
Updated at:
04 May 2017 05:48 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -