কালো চশমা চোখে ক্যাটের কালা চশমার ম্যাজিক ফের তৈরি করলেন অভিনেত্রী মাহিরা খান, সেই ভিডিও কি দেখলেন রণবীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Oct 2017 02:20 PM (IST)
মুম্বই: পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান এবার চোখে কালো চশমা পরে, ক্যাটরিনা কাইফের কালা চশমার সেই জাদু রিক্রিয়েট করলেন। প্রসঙ্গত, কানাঘুষোয় শেনা যায়, এইমুহূর্তে রণবীর কপূরের সঙ্গে রোম্যান্টিক সম্পর্কে রয়েছেন মাহিরা। আর প্রেমিকেরই প্রাক্তন প্রেমিকার কালা চশমার জাদুতে এবার মজলেন বর্তমান। বার বার দেখো ছবিতে সিদ্ধার্ত মালহোত্রার সঙ্গে এই গানটির তালে পা মিলিয়েছিলেন ক্যাট। এবার সেই রাস্তায় হাঁটলেন মাহিরা। এই গানটি পর্দায় মুক্তির সঙ্গে সঙ্গে ইউটিউবে বিশেষ জনপ্রিয় হয়ে যায়। বার বার দেখো বক্স অফিস দাগ না কাটলেও, ছবির গানটি মারাত্মক জনপ্রিয় হয়েছিল। তাই নাচ শুরু করার আগে, সেকথা অকপটে স্বীকারও করেন পাক অভিনেত্রী। সম্প্রতি মাহিরা খবরে রয়েছেন কারণ, লন্ডনের রাস্তায় তাঁকে এবং রণবীরকে একসঙ্গে দেখা যায়। এরপর সোশ্যাল মিডিয়ায় বহু সমালোচনা ও চর্চা হয়। সেই বিতর্ক প্রসঙ্গে দিন কয়েক আগে প্রকাশ্যে মুখও খোলেন মাহিরা।