ব্যান্ডেল: নোট সঙ্কটে কী মুছে যাচ্ছে মানুষের মানবিকতাবোধও? অন্যান্য নানা দুর্ভোগের পাশাপাশি এবার উঠছে সেই প্রশ্নও।
আজ সকালে হুগলির ব্যান্ডেল স্টেশন সংলগ্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। কোচবিহারের বাসিন্দা মধ্যবয়স্ক মানুষটি লাইনে দাঁড়িয়ে থাকার সময়ই হৃদরোগে আক্রান্ত হন। মাটিতে পড়েও যান তিনি। কিন্তু কেউ তাঁকে প্রাথমিক শুশ্রুষার চেষ্টা তো করেইনি, বরং মাটিয়ে লুটিয়ে পড়ার পর মানুষটিকে ডিঙিয়ে গিয়ে অন্যরা দেখার চেষ্টা করছিলেন কাউন্টারে পৌঁছতে তাঁদের আর কত দেরি।
নিজের পরিশ্রমের অর্জিত অর্থ তুলতে না পেরে মানুষ এখন এতটাই বিভ্রান্ত যে তাঁর পাশের অসুস্থ ব্যক্তিটির দিকেও তাকানোর আর সময় নেই তাঁদের।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নোট সঙ্কট: প্রশ্নের মুখে মানুষের মানবিকতা, এটিএমের লাইনে দাঁড়িয়ে মৃত্যু ব্যক্তির, সাহায্যের জন্যে কেউ এগিয়ে এলেন না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Dec 2016 10:50 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -