কলকাতা: রাত পোহালেই মহালয়া (Mahalaya 2024)। হবে দেবীপক্ষের সূচনা। ভোর ৪টেয় নিয়ম করে সেই রেডিওয় শোনা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের (Birendra Krishna Bhadra) কণ্ঠে 'মহিষাসুরমর্দিনী' (Mahishasura Mardini)। বাঙালির ঐতিহ্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে অব্যাহত। যে কণ্ঠ আজ গায়ে কাঁটা দেওয়ায়, যা না শুনলে মনেই হয় না 'পুজো এসে গেছে'...। এবার সেই আবহেই নয়া উদ্যোগ জিও সিনেমা বাংলার (Jio Cinema Bangla)। মহিষাসুরমর্দিনীর চিরন্তন সেই প্রতিধ্বনি শুনতে পারবেন সরলীকৃত ব্যাখ্যা সহ। 


এই বছর মহিষাসুরমর্দিনী শুনুন সরলীকৃত ব্যাখ্যা সহ, কোথায়? 


এই বছর, মহালয়ায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে 'মহিষাসুরমর্দিনী'র জাদুতে নিমজ্জিত হওয়া পাশাপাশি এক অভিনব অভিজ্ঞতার সাক্ষী থাকুন। জিও সিনেমা বাংলার সঙ্গে ২ অক্টোবর ভোর ৪টেয় শুনুন 'মহিষাসুর মর্দিনী' ও সঙ্গে সহজ বাংলায় দেখে নিন সমস্ত শ্লোকের সরলীকৃত অর্থ।


মহালয়া শুধুমাত্র ক্যালেন্ডারের একটি তারিখ নয়। মা দুর্গার ঐশ্বরিক উপস্থিতিতে প্রতিটি বাঙালির অন্তরাত্মাকে আলোড়িত করে এই বিশেষ দিন। কয়েক দশক ধরে, শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অনুরণিত কণ্ঠ এই বিশেষ দিন ভোরকে পূর্ণ করছে। তাঁর কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’, দুষ্টকে দমন করে শিষ্টের পালন, যা কিছু শুভ, তার চিরন্তন বিজয়ের কাহিনি বর্ণনা করে। তাঁর কণ্ঠস্বর, শুধু শব্দের চেয়েও অনেকই বেশি, যা শরতের সকালের শীতল বাতাসের মতো আমাদের সাংস্কৃতিক পরিচয়ের বুননে বোনা একটি স্থায়ী উত্তরাধিকার।


এই বছর, ঐতিহ্যের সঙ্গে হবে আধুনিকতার মিলন। এই প্রথমবার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্রপাঠের সঙ্গে প্রাচীন শ্লোকগুলির সরলীকৃত ব্যাখ্যা দেখা যাবে পর্দায়। এই নতুন উপস্থাপনার মাধ্যমে, ‘মহিষাসুরামর্দিনী ২০২৪’ (Mahishasura Mardini 2024) আপনার ডিভাইসে শুধু পরিচিত সুরই আনবে না বরং একটি নতুন ভিজ্যুয়াল পরিপ্রেক্ষিতও দেবে যা প্রজন্মের মধ্যে ব্যবধান দূর করে। 'চণ্ডীপাঠ'-এর মন্ত্রগুলিকে পর্দায় পাঠযোগ্য মাধ্যমে সহজ বাংলায় ব্যাখ্যা করা হবে, যাতে এর গভীর আধ্যাত্মিক সারমর্ম সকলকে স্পর্শ করবে এবং দেবীর সঙ্গে একটি নতুন সংযোগের পথকে আলোকিত করবে।


আরও পড়ুন: Kinjal Nanda :'সত্যিটা একটু বলা উচিত', প্রাইভেটে ডাক্তারি পড়া নিয়ে অনিকেতের কটাক্ষের কী জবাব কিঞ্জলের


জিও সিনেমা এবং কালার্স বাংলাপ সহযোগিতায়, এই উদ্যোগের মূল কাণ্ডারি বিখ্যাত পণ্ডিত শ্রী শিবাশিস বন্দ্যোপাধ্যায়। এই বিশেষ উদ্যোগ সমসাময়িক দর্শকদের কাছে দেবী দুর্গার গোটা সফরের অর্থকে পরিষ্কার করার পাশাপাশি ঐতিহ্যকেও ধরে রাখবে। ২ অক্টোবর ভোর ৪টায় এবার পর্দায় দেখুন ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে শুনুন, 'আশ্বিনের শারদ প্রাতে...'। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।