মুম্বই: দেশে ফের বাড়ছে করোনার (Covid) সংক্রমণ। ফলে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে জোরকদমে ফের করোনার মোকাবিলা শুরু হয়ে গিয়েছে। আমাদের রাজ্যেও ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে নয়া করোনাবিধি। এছাড়াও, কিছুদিন আগেই দিল্লির সরকার অনির্দিষ্টকালের জন্য সিনেমাহল বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে। দেশের বিভিন্ন প্রান্তে সিনেমাহল পুরোপুরি বন্ধ কিংবা ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থাকার কারণে বলিউডে ইতিমধ্যেই বেশ কিছু ছবির মুক্তি স্থগিত হয়ে গিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য শাহিদ কপূরের 'জার্সি' এবং রাজামৌলির 'ট্রিপল আর'। দুটি ছবিই ইতিমধ্যেই মুক্তি স্থগিতের ঘোষণা অফিশিয়ালি করেছে। বিগত বেশ কিছুদিন ধরেই অনুরাগীদের উত্তেজনার পারদ চড়িয়েছে 'বাহুবলী' খ্যাত প্রভাসের (Prabhas) নতুন ছবি 'রাধে শ্যাম'। ছবি কবে মুক্তি পাবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা। এরইমাঝে করোনা পরিস্থিতি ফের বৃদ্ধি পাওয়ায় এবং বিভিন্ন ছবির মুক্তি স্থগিত হয়ে যাওয়ায় গুঞ্জন রটেছে যে, 'রাধে শ্যাম' ছবিটির মুক্তিও স্থগিত হতে পারে বলে। সত্যিই কি আটকে যাবে 'রাধে শ্যাম' (Radhe Shyam) ছবির মুক্তি? জানাচ্ছেন নির্মাতারা।


আরও পড়ুন - Ranveer Singh: 'ভগবান'-এর দেখা পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রণবীর সিংহ


সম্প্রতি 'রাধে শ্যাম' ছবির নির্মাতা ইউভি ক্রিয়েশনসের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে যে, ''রাধে শ্যাম' ছবির মুক্তিতে কোনও পরিবর্তন আনা হয়নি। প্রভাস অভিনীত এই ছবি নির্ধারিত দিনেই মুক্তি পাবে। আগামী ১৪ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পাবে 'রাধে শ্যাম'। কোনও গুজবে কান দেবেন না।' নির্মাতাদের এই বিবৃতিতে কিছুটা আশার আলো দেখছেন অনুরাগীরা।


প্রসঙ্গত, ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে করোনার সংক্রমণের হার বেড়েছে মাত্রাতিরিক্ত। তার সঙ্গে সংক্রমণ বাড়ছে ওমিক্রনেরও। এর ফলে আতঙ্কে রয়েছেন দেশের মানুষ। এমন পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের সরকার নিজেদের মতো করে করোনার মোকাবিলা শুরু করেছে। প্রভাব পড়েছে ছবির জগতেও। 'জার্সি' ও 'আর আর আর' ছবির মুক্তির দিন স্থগিত হয়ে যাওয়ার পরই 'রাধে শ্যাম' ছবির মুক্তি নিয়ে প্রশ্ন ওঠে। রটে নানা গুজবও। কিন্তু কোনও গুজবে কান না দেওয়ার কথা জানালেন নির্মাতারা। আগামী ১৪ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পাবে 'রাধে শ্যাম'।