জোহানেসবার্গ: সোমবার থেকে জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরুর আগের দিন প্রথামাফিক সাংবাদিক সম্মেলন করার কথা ছিল দুই দলের অধিনায়কের। দক্ষিণ আফ্রিকার হয়ে সাংবাদিক সম্মেলন করেন অধিনায়ক ডিন এলগার। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) এসে কী বলেন, শোনার জন্য সকলেই অপেক্ষা করেছিলেন।
কিন্তু রবিবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতীয় দলের হেড কোচকে দেখে অনেকেই অবাক হলেন। তাহলে কি নেতৃত্ব বিতর্কে জল ঢালার জন্য কৌশলে কোহলিকে না পাঠানোর সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড, প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করল ভারতীয় ক্রিকেট মহলে।
কোচ দ্রাবিড়কেও সেই প্রশ্ন করা হল। কেন সাংবাদিক বৈঠকে এলেন না কোহলি? দ্রাবিড় বললেন, 'কোহলির না আসার কোনও নির্দিষ্ট কারণ নেই। আমি সিদ্ধান্ত নিইনি।' এরপরই ইঙ্গিতপূর্ণভাবে গুরু দ্রাবিড় বলেন, 'আমাকে বলা হয়েছে ও নিজের একশোতম টেস্টের আগে কথা বলবে। তখন নিশ্চয়ই আপনারা উদযাপন করার সুযোগ পাবেন। সেখানে ওর একশোতম টেস্ট নিয়ে প্রশ্ন করতে পারবেন।'
দ্রাবিড়ের কথায় আভাস, সম্ভবত বোর্ডের নির্দেশেই তিনি সাংবাদিকদের সামনে এসেছেন। বিতর্কের রেশ যাতে বেশিদিন না থাকে, হয়তো সেই উদ্দেশেই কোহলিকে সাংবাদিক বৈঠকে পাঠায়নি বোর্ড। প্রসঙ্গত, জোহানেসবার্গে কেরিয়ারের ৯৮তম টেস্ট ম্যাচ খেলবেন কোহলি। চলতি সিরিজের শেষ টেস্ট হবে তাঁর কেরিয়ারের একশোতম। কিন্তু প্রশ্ন উঠছে, এভাবে কি সত্যিই বিতর্ক ধামাচাপা দিতে পারবে বোর্ড?
টেস্টে তিনি শেষ সেঞ্চুরি করেছিলেন দু'বছর আগে। ২০১৯ সালের নভেম্বরে। ইডেন গার্ডেন্সে। বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে নৈশালোকের ম্যাচে। ২০২১ সালটা ভাল যায়নি ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli)। এমনকী, চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টেও রান পাননি।
তবে দুঃসময়ে কোহলি পাশে পেলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। যিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন যে, কোহলির বড় রানে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। ক্রিজে জমে গেলেই বড় রান করবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে গুরু দ্রাবিড় বলেন, 'গত ২০ দিন ধরে বিরাট কোহলি অসাধারণ ছন্দে রয়েছে। যেভাবে প্র্যাক্টিস করেছে, ট্রেনিং করেছে, তা এক কথায় অসাধারণ।'
রান পাচ্ছেন না বলে প্র্যাক্টিসে নিজেকে নিংড়ে দিচ্ছেন ক্যাপ্টেন কোহলি। যা দেখে মুগ্ধ গুরু দ্রাবিড়। বলে দিচ্ছেন, 'নিজের প্রস্তুতি নিয়ে ও যেরকম মগ্ন থাকছে, কোনও প্রশংসাই যথেষ্ট নয়। এবং যেভাবে ও মাঠে ও মাঠের বাইরে দলের সঙ্গে একাত্ম হয়ে উঠেছে, অসাধারণ। ও ব্যাটে ইনিংসগুলোকে বড় ইনিংসে পরিবর্তিত করতে পারছে না। তবে ক্রিজে জমে গেলে খুব শীঘ্রই বড় রান পাবে।'
আরও পড়ুন: ভারতীয় দলের ছায়া, তিন ফর্ম্যাটের জন্য দুজন আলাদা অধিনায়ক বাছার পথে সিএবি
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সুদীর্ঘ অভিজ্ঞতা থেকে দ্রাবিড় জানিয়েছেন, কেরিয়ারে এরকম পর্ব আসে যখন ভাল ব্যাটিং করলেও বড় রান আসে না। দ্রাবিড় বলেছেন, 'অনেকরকম ব্যাপার থাকে। কেরিয়ারে এরকম সময় থাকে যখন আপনি ভাল ব্যাট করছেন কিন্তু বড় রান আসছে না। এটা সকলের সঙ্গেই হয়। তবে ইতিবাচক ব্যাপার হল যে, ব্যাটিং ভাল হচ্ছে এবং সে জন্যই ইনিংসের শুরুটা ভাল হচ্ছে।'