নিউ ইয়র্ক: মালাইকা-অর্জুনের সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই সিনেপ্রেমীদের মধ্যে। এর মধ্যে একাধিকবার মালাইকার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছেন অর্জুন। লুকোছাপা না করলেও এতদিন সরাসরি অর্জুনের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি প্রাক্তন আরবাজ-পত্নী। সম্প্রতি নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন যুগলে। সেখানেই অর্জুনের জন্মদিন সেলিব্রেট করেছেন তাঁরা। ওইদিন সোশ্যাল মিডিয়ায় অর্জুনের জন্মদিনের শুভেচ্ছাবার্তায় কার্যত সম্পর্কে সিলমোহর দিয়েছেন মালাইকাও। যদিও তাঁদের সম্পর্কটা বহুদিনই খোলা খাতার মতো।

 

এই পোস্ট নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। যদিও প্রতিবারের মতো এবারও দুজনের বয়সের ফারাক নিয়ে নেটিজেনদের ট্রোলের সম্মুখীন হতে হয়েছে মালাইকাকে। যদিও সেসবের তোয়াক্কা না করেই একের পর এক ছুটিযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন দুজনেই।

শুধু দুজনে নয়, নিউইয়র্কে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন অর্জুনের কাকা সঞ্জয় কপূর ও তাঁর স্ত্রী মহিপ কপূর। সঙ্গে আছে সঞ্জয়-মহিপের ছেলে জাহানও। সঞ্জয়, মহিপও তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন মালাইকা-অর্জুনের সঙ্গে তাঁদের পারিবারিক ছবি।
জাহানের সঙ্গে অর্জুন-মালাইকার একটি ছবি দিয়ে মহিপ লিখেছেন, জয় হিন্দ। কারণ তাঁদের তিনজনকে দেখা যাচ্ছে, জাতীয় পতাকার তিনটি রঙের পোশাকে।



সঞ্জয় কপূরও যুগলের সঙ্গে ছবি শেয়ার করেছেন। এর থেকেই পরিষ্কার, কপূর পরিবারের সঙ্গে বেশ স্বচ্ছন্দ মালাইকা। কপূর পরিবারও যে অর্জুন-মালাইকার পাশেই আছেন, তারও ইঙ্গিত মিলেছে।
দেখুন সেই ছবি।