বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে তিনি আউট করেন হার্দিক পান্ড্য ও মহম্মদ শামিকে। দুটি উইকেট নেওয়ার পরই মার্চ করে খানিক এগিয়ে স্যালুট ঠুকে সাফল্যের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
এবার সেই স্যালুট সেলিব্রেশন নকল করলেন শামি। তিনি ব্যাট করতে নেমে যজুবেন্দ্র চাহলের বলে আউট হওয়ার পর শামি শেলডনের স্যালুট সেলিব্রেশন নকল করেন। যেন তিনি শেলডনকে প্যাভিলিয়নে ফিরতে বলছিলেন।
ভারতের অধিনায়ক বিরাট কোহলিও ওই সেলিব্রেশনে যোগ দেন।
সবচেয়ে আশ্চর্যের ব্যাপার শেলডন তাঁর ট্যুইটার হ্যান্ডেলে হিন্দিতে এই নকলের জবাব দিয়েছেন। পুরো ব্যাপারটাই খেলোয়াড়োচিত মনোভাবে দেখে তিনি লিখেছেন, 'গ্রেট ফান! গ্রেট বোলিং। নকল করনা হি সবসে বড়ি চাপলোসি হ্যায়'। অর্থাৎ নকল করাই সব থেকে বড় স্তুতি।
দেশের সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতেই শেলডন এই সেলিব্রেশন করেন। জামাইকার সেনাবাহিনীতে ছয় মাসের প্রশিক্ষণের পর এই সেলিব্রেশন তিনি তাঁর ট্রেডমার্ক করে তুলেছেন।